পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০২৫ সালে নতুন গাড়ি কেনার প্ল্যান করেছেন? ভাবছেন কোন গাড়িটা নিলে ভালো হয় কিন্তু ঠিক করে উঠতে পারছেন না? তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই শেষ অবধি পড়ুন। কারণ আজ আপনাদের এমন একটা গাড়ির খোঁজ দেব যেটা শুধু দেখতেই নয় বরং সমস্ত ফিচার্সের দিক থেকেও দুর্দান্ত। এখানেই শেষ নয়, ১ লিটারেই ৩৪ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।
চারচাকা গাড়ির মার্কেট কাঁপাতে চলেছে মারুতির এই মডেল
ভারতের চারচাকা গাড়ির মার্কেটে মারুতির গাড়ি যে সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। তবে আজ যে মডেলটি সম্পর্কে জানাবো সেটা মারুতির টপ সেলিং গাড়ির লিস্টে প্রথম তিনেই আসে। হ্যাঁ ঠিকই ধরেছেন মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki Dzire) এর কথাই বলছি। জানলে অবাক হবেন শুধুমাত্র ডিসেম্বর মাসেই ১৬,৫৭৩ টি গাড়ি বিক্রি হয়েছে। যা অন্যান্য কোম্পানির তুলনায় এই সেগমেন্টের তুলনায় অনেকটাই বেশি। চলুন এই গাড়িতে কি কি ফিচার্স পাওয়া যাবে সেটা একবার দেখে নেওয়া যাক।
Maruti Suzuki Dzire
আপনি যদি মারুতি সুজুকি ডিজায়ার কিনতে চান তাহলে সবার আগে যেটা দেখবেন সেটা হল লুকস। বর্তমানে যে সমস্ত সিডান গাড়ি বাজারে পাওয়া যায় তার মধ্যে যথেষ্ট ভালো লুকস রয়েছে Dzire এর। গাড়িটি মোট ৭টিতে মোট ৭টি কালার অপশন রয়েছে। গাড়ির ভিতরে বড় ইনফোটেনমেন্ট সিস্টেম থাকছে। এছাড়া ফ্রন্ট ও রিয়ার স্পিকারও পাওয়া যাবে। টপ মডেলগুলিতে সানরুফ ও পাওয়া যাবে।
এখানেই শেষ নয় গাড়িতে থাকা চালক ও যাত্রীদের সেফটির জন্য ৬টি এয়ারব্যাগ থাকছে। যেটা দুর্ঘটনার সময় প্রান বাঁচানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেক্ট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশনের মত সেফটি ফিচার থাকছে। NCAP Crash টেস্টেও গাড়িটি ৫ ষ্টার পেয়েছে। তাই পরিবারের জন্য নিরাপদ গাড়ি নিতে চাইলে এটি সেরা অপশন হতে পারে।
মারুতি সুজুকি ডিজায়ারের ইঞ্জিন ও মাইলেজ
আপনি যদি Dzire কিনতে চান তাহলে পেট্রোল ও CNG দুই ধরণের ইঞ্জিনেরই অপশন পেয়ে যাবেন। তাছাড়া ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ও অটোমেটিক দুই ধরণের ভেরিয়েন্টও পাওয়া যাবে। যদি পেট্রোল মডেলটি নেন তাহলে ২৪.৭৯ কিমি ও যদি CNG মডেলটি নেন তাহলে ৩৩.৭৩ কিমি মাইলেজ পেতে পারেন।
আরও পড়ুনঃ সারাবছরই হাই ডিমান্ড, এভাবে মুরগি পালন ব্যবসা শুরু করলেই প্রতিমাসে আয় হবে ২ লাখ
Maruti Suzuki Dzire Price
মারুতি Dzire এর দাম শুরু হচ্ছে ৬.৭৯ লক্ষ টাকা থেকে। যেটা সর্বোচ্চ ১০.১৪ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। এই গাড়িটি বর্তমানে Honda Amaze ও Hyundai Aura কে জব্বর টক্কর দিচ্ছে। তাই আপনিও যদি বাজেটের মধ্যে সেরা গাড়ি কিনতে চান তাহলে ডিজায়ার অবশ্যই নেওয়ার পরিকল্পনা করতেই পারেন।