পার্থ সারথি মান্না, কলকাতাঃ মধ্যবিত্তের যাতায়াতের জন্য সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হল ট্রেন। তাই প্রতিদিনের কাজে যাওয়া থেকে ঘুরতে যাওয়র জন্য ট্রেনই ভরসা। অনলাইনে নিজের পছন্দমত তারিখে সিট বাছাই করে পেমেন্ট করলেই টিকিট পাওয়া যায়। তবে স্লিপারের টিকিট না পাওয়া গেলে এসি কোচের সিট বুক করতে গেলে অনেকটা বেশি খরচ হয়ে যায়। এবার সেই সমস্যার সমাধান নিয়ে হাজির হল ভারতীয় রেল। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
ধারে কাটা যাবে ট্রেনের টিকিট! | Book Now Pay Later Train Ticket
হ্যাঁ ঠিকই দেখছেন, আর পাঁচটা শপিং অ্যাপের মত ‘বাই নাও পে লেটার’ অপশন চালু হতে চলেছে এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও। রেলের টিকিট বুকিং সংস্থা ‘আইআরটিসিসি’ এর তরফ থেকে নয়া ফিচার চালু করা হয়েছে, যেটা যাত্রীদের আরও আরামদায়ক পরিষেবা দেবে। এখন প্রশ্ন হল কীভাবে বাকিতে টিকিট বুকিং করবেন? নিচে সেই পদ্ধতি জানানো হল।
কীভাবে বাকিতে কাটবেন ট্রেনের টিকিট?
আপনি যদি বাকিতে টিকিট কেটে পরে টাকা দিতে চান তাহলে প্রথমেই IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান। এরপর সেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। লগ ইন করার পর বুক নাও অপশনে ক্লিক করুন। এবার যে পেজ সামনে এল সেখানে নিজের যাত্রা শুরু ও শেষের স্টেশন দিয়ে সার্চ করে ট্রেন ও সিট বুকিং করুন। এরপর পেমেন্ট করার সময় যে পেজ খুলছে সেখানেই আসল খেলা।
পেমেন্টের সময় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI ও নেট ব্যাংকিংয়ে অপশন থাকবে। এখানেই আরেকটি অপশন দেখা যাবে পে লেটার বলে। সেটা সিলেক্ট করে পেমেন্ট করলেই টিকিট বুক হয়ে যাবে আর তৎক্ষণাৎ টাকাও দিতে হবে না। তবে এক্ষেত্রে আপনাকে আগে থেকেই পে লেটারের জন্য একটি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।
আরও পড়ুনঃ ১৫০০ কোটি বিনিয়োগ, ১০ হাজারের বেশি চাকরি! হাওড়ায় তৈরি হচ্ছে রাবার পার্ক
কত টাকা এক্সট্রা গুনতে হবে?
পে লেটার মানেই একটা নির্দিষ্ট সময়ের পর কিছু টাকা এক্সট্রা দিতে হবে সেটা স্বাভাবিক। তাই এক্ষেত্রেও একটা সময়ের পর কিছু টাকা অতিরিক্ত পে করতে হবে। যেমনটা জানা যাচ্ছে টিকিট বুকিং করার ১৪ দিনের মধ্যে যদি টাকা মিটিয়ে দেন তাহলে কোনো অতিরিক্ত চার্জ লাগছে না। যদি সেটা না হয়ে তাহলে ৩.৫% হারে অতিরিক্ত চার্জ দিতে হবে।