বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমান হোক কিংবা প্রাক্তন, ভারতীয় ক্রিকেটারদের বিচ্ছেদ জল্পনা নিয়ে দিনের ব্যস্ত সময় কাটাচ্ছেন নেটিজেনরা। সেই পথ ধরেই এবার কানে এলো কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের বিবাহ বিচ্ছেদের (Virender Sehwag Divorce) অপ্রত্যাশিত খবর। শোনা যাচ্ছে, স্ত্রী আরতি আহলাওয়াতের সঙ্গে দীর্ঘ 20 বছরের সম্পর্কে ইতি টানতে চলেছেন বীরু!
20 বছরের সম্পর্কে চিড়?
স্ত্রী আরতি আহলাওয়াত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের দূর সম্পর্কের বোন। অবাক লাগলেও, বোনের সাথেই সম্পর্কে জড়িয়ে ছিলেন ভারতীয় তারকা। টানা 3 বছর প্রেমের সম্পর্কে থাকার পর 2004 সাল নাগাদ সম্পর্ককে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেন বীরু।
বিয়ে হয় বীরেন্দ্র-আরতির। অন্যান্য সম্পর্কের মতো দু দশকের সম্পর্কেও দীর্ঘ টানাপোড়েন ছিল। ভালবাসার মেজাজে আনমনে ধরা দিয়েছিল মনোমালিন্য। তবে তা সত্ত্বেও একসাথে থাকার চেষ্টা করেছিলেন দুজনেই। কিন্তু সেই চেষ্টা আর দীর্ঘস্থায়ী হচ্ছে না! নতুন বছরে পা রেখেই নাকি দীর্ঘ সম্পর্কে দারি টানতে চাইছেন সেহবাগ।
কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই আলাদা রয়েছেন আরতি এবং সেহবাগ। বহুদিন তাদের সমাজ মাধ্যমে একসাথে দেখা যায়নি। মনে করা হচ্ছে, একটানা বেশ কয়েক বছর জল্পনা জিইয়ে রাখার পর অবশেষে বীরুর সম্পর্কের ক্ষত আলগা হয়েছে।
বিচ্ছেদে নাম জড়িয়েছি দুজনেরই। তাহলে কী চলতি মাসেই ডিভোর্ড? বলা হচ্ছে, জানুয়ারিতে না হলেও খুব শীঘ্রই একে অপরের সাথে পাকাপাকিভাবে সম্পর্ক ছিন্ন করবেন সেহবাগ-আরতি। তবে বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত রা করেননি দুজনের কেউই।
জল্পনা বাড়ে সেহবাগের পোস্ট ঘিরে!
গতবছর দীপাবলি সময়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পরিবারের সাথে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তবে সেই রঙিন মুহূর্তের পোস্টগুলিতে সেহবাগের ছেলে ও মাকে দেখা গেলেও খুঁজে পাওয়া যায়নি স্ত্রী আরতিকে। আর এই ঘটনার পর থেকেই দুজনের সম্পর্ককে কাঠগড়ায় তুলেছেন নেট নাগরিকরা। প্রশ্ন উঠেছে বীরুর বিবাহ বিচ্ছেদ নিয়েও। তবে সময় যত যাচ্ছে জল্পনার জাল চওড়া হচ্ছে ততই।
অবশ্যই পড়ুন: T20-তে সবথেকে বেশি ম্যাচ জিতিয়েছেন টিম ইন্ডিয়ার কোন অধিনায়ক?
সেহবাগকে ফিরে দেখা…
মূলত বিধ্বংসী মেজাজে ব্যাট করার জন্য বিশেষভাবে পরিচিত বীরেন্দ্র সেহবাগ। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি রয়েছে বীরুর নামে। বলে রাখি, 2008 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে 278 বল খেলে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ভারতের এই কিংবদন্তি তারকা। সেই ম্যাচে প্রোটিয়াদের নাকাল করে 42টি চার ও 5টি ছয় সহযোগে 319 রানের বড় ইনিংস হাঁকিয়েছিলেন চলতি বিবাহ বিচ্ছেদ জল্পনায় নাম জড়ানো বীরু।