Indiahood-nabobarsho

মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত্যু একাধিকের! কেঁপে উঠল আশেপাশের এলাকা

Published on:

maharashtra ordinance factory blast

শ্বেতা মিত্র, ভান্ডারা: নতুন বছরের শুরুতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্র (Maharashtra ordnance factory blast)। শুরু হয়েছে মৃত্যুমিছিল। জানা গিয়েছে, মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভিতরে আটকে রয়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আশপাশের এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্র

বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে দূর-দূরান্তে তার শব্দ শোনা গিয়েছে। কেন এবং কীভাবে এই বিস্ফোরণ ঘটল, সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ভান্ডারা জেলা মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে পড়ে, জওহরনগরে একটি অর্ডিন্যান্স কারখানা রয়েছে। শুক্রবার আচমকাই কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে দূর-দূরান্ত পর্যন্ত এর শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়েছে।

এদিকে যুদ্ধ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে লেগে পড়েছে দমকল বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনো অবধি ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি এবং কর্তৃপক্ষ আরও তদন্ত করছে। বিস্ফোরণস্থলে উদ্ধারকারী ও মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে এবং জীবিতদের সন্ধানে তল্লাশি চালানো হয়েছে। বিস্ফোরণের ফলে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে মানুষের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। জানা গিয়েছে, কারখানার আর কে ব্রাঞ্চ সেকশনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ছাদ পুরোপুরি ধসে পড়েছে এবং এতে প্রায় ১৫ জন চাপা পড়েছেন। এখনও পর্যন্ত দু’জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group