বৈশাখী মণ্ডল, কলকাতাঃ শীতকাল (Winter) অনেকের পছন্দের হলেও মোটা পোশাক সবাই ব্যবহার করে। সাথে তো লেপ, কম্বল, উলের পোশাক, কান ঢাকা দেবার মাফলার সবই লাগে। কেউ কেউ তো আবার নামি দামি সোয়েটার, মোজা, টুপিও কেনেন আর ব্যবহার করেন। গরমকালে এক পোশাক দুইদিনের বেশি যেমন ব্যবহার করা যায় না ঠিক তেমনি শীতকালেও এক পোশাক তিন চারদিনের বেশি ব্যবহার করলে সেই পোশাক দিয়ে বাজে গন্ধ বের হয়। কারোর আবার চামড়ায় ঘা জাতীয় ইনফেকশন হয়ে যায়। ফলে দামি পোশাক তো পড়তে ইচ্ছে করলেও সেগুলো কেচে ধুয়ে শোকাতে অনেক সমস্যায় পরতে হয়।
শীতকালে পোশাক শোকানর ৩ সহজ উপায়
শীতকালে রোদ চড়া হলেও এক একদিন রোদের দেখা পাওয়া যায়না। আবার বৃষ্টিতেও রোদের দেখা পাওয়া যায় না। আবার সব পোশাক রোদে শোকানোও যায়না। তবে রোদ ছাড়া আপনার পছন্দের পোশাক শোকানোর উপায় অবশ্যই আছে। আসুন জেনে নি কি উপায় রোদ ছাড়া পোশাক শোকানো সম্ভব।
রুম হিটার
এই শীতকালে রুমে রুম হিটার অনেকেই ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে হিটার ব্যবহার করা রুমে সহজেই আপনার পছন্দের পোশাক শুকিয়ে নিতে পারেন। তবে সবার বাড়িতে রুম হিটারের ব্যবস্থা নাও থাকতে পারে। তাই চিন্তার কোনো কারণ নেই হিটার ছাড়াও অন্যান্য কিছু সহজ উপায়ে আছে পোশাক শুকনো করার জন্য।
হেয়ার ড্রায়ার
হেয়ার ড্রায়ার কমবেশি সবার বাড়িতেই থেকে থাকে। এর দামও খুব একটা বেশি হয়না তাই সহজেই বাজারে পাওয়া যায়। হেয়ার ড্রায়ার দিয়ে সাধারণত চুল শোকানোর কাজে ব্যবহার করা হয়। তবে পোশাক শোকানোর কাজেও ব্যবহার করতেই পারেন। প্রথমে পোশাকটি একটি হ্যাঙ্গারের সাহায্যে ঝুলিয়ে রাখতে হবে তারপর চুল শোকানোর মতো হেয়ার ড্রায়ারটা ভেজা পোশাকের উপর চালান। দেখবেন খুব দ্রুত পোশাকটি শুকিয়ে যাচ্ছে।
ফ্যান
ফ্যান তো সবার ঘরেই আছে। হ্যাঁ ফ্যান শীতকালে চালানো হয় না। কিন্তু আপনার পোশাক শোকানোর কাছে ফ্যান আপনি চালাতেই পারেন। প্রথমে একটা ঘরে জামাকাপড় সুন্দর করে সাজিয়ে দিন। তারপর ফ্যান চালিয়ে দরজা বন্ধ করে দিন। কিছু সময় পরে এসে দেখবেন জামাকাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে।
গৌতম গম্ভীরের এই প্ল্যানই জিতিয়েছে টিম ইন্ডিয়াকে, ম্যাচ শেষে ফাঁস করলেন তিলক বর্মা