বাঘের হামলায় টিম ইন্ডিয়ার প্লেয়ারের আত্মীয়ের মৃত্যু, ৫ লাখ ক্ষতিপূরণের ঘোষণা সরকারের

Published on:

Indian women cricketer's aunt dies in tiger attack at kerala

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাঘের হামলায় প্রাণ গেল ভারতীয় মহিলা ক্রিকেটার মিন্নু মনির কাকিমার। শুক্রবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মর্মান্তিক ঘটনার খবর জানান খোদ খেলোয়াড়। জানা গিয়েছে, কেরলের ওয়েনাড়ে পঞ্চরাকোল্লিতে কফির বীজ কাটার সময় বাঘের আক্রমণে মৃত্যু হয় 48 বছর বয়সী ওই মহিলার।

সোশ্যাল মিডিয়ায় মৃত কাকিমাকে নিয়ে পোস্ট মিন্নুর

শুক্রবার সন্ধ্যায় সমাজ মাধ্যমে কাকিমার ছবি সহযোগে একটি মাঝারি পোস্ট করেন ভারতীয় ক্রিকেটার মিন্নু মনি। সেই পোস্টটিতে ভারতের প্রতিভাবান ক্রিকেটার লেখেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কয়েক মুহূর্ত হয়েছে এই মর্মান্তিক ঘটনার বিষয় জানতে পেরেছি। ওয়েনাড়ে বাঘের আক্রমণে যে মহিলার মৃত্যু হয়েছে, তিনি আমার কাকার স্ত্রী ছিলেন। আশা রাখছি, যে বাঘটি আমার কাকিমার ওপর হামলা চালিয়েছে তাকে যত দ্রুত সম্ভব আটক করা হবে। আমি চাই এই ঘটনা আর কারও সাথে না ঘটুক। এলাকার সুরক্ষা সুনিশ্চিত করা হোক। তাঁর আত্মার শান্তি কামনা করি।

বনমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও মর্মান্তিক ঘটনা ঘটল ওয়েনাড়ে

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, শুক্রবার সকালে ওয়েনাড়ের প্রিয়দর্শিনী এস্টেটে কফি তুলতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারের কাকিমা। ঠিক সেই সময়ে বাঘের হামলায় মৃত্যু হয় তাঁর। স্থানীয় জনগণের দাবি, এই মর্মান্তিক ঘটনা ঘটার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার কেরলের বনমন্ত্রী দাবি করেছিলেন, রাজ্যে সাধারণ মানুষের ওপর বন্যপ্রাণীর আক্রমণের ঘটনা অনেকটাই কমেছে।

যার জন্য রাজ্য সরকার বিশেষ কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিল। এখন থেকে আর এলাকাবাসীকে জঙ্গলি জীবজন্তুর আতঙ্কে থাকতে হবে না। সাধারণ মানুষকে আস্থা যোগানোর পরের দিনই বাঘের আক্রমণে মৃত্যু হলো তরুণী ক্রিকেটার ঘনিষ্ঠর।

বাঘটিকে মেরে ফেলার আশ্বাস দিয়েছে প্রশাসন

স্থানীয় প্রশাসনের আশ্বাস পাওয়া সত্ত্বেও ময়নাতদন্তের জন্য মহিলার মৃতদেহ নিয়ে যেতে বাধা দেন স্থানীয় বিক্ষোভকারীরা। প্রশাসনের গাড়ি আটকে চলে দীর্ঘ বিক্ষোভ কর্মসূচি। কেরল প্রশাসনের তরফে জানানো হয়, যত দ্রুত সম্ভব এলাকাবাসীর সুরক্ষা সুনিশ্চিত করা হবে। ওই মহিলার ওপর যে বাঘটি আক্রমণ চালিয়েছে তাকে দ্রুত হত্যা করা হবে অথবা আটক করে নিয়ে যাওয়া হবে।। সূত্রের খবর, ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে বাঘটিকে হত্যা করার নির্দেশ জারি হয়েছে।

এলাকাবাসীর সুরক্ষা সুনিশ্চিত করবে প্রশাসন

বাঘের আক্রমণে ভারতীয় ক্রিকেট তারকার পারিবারিক সদস্যের মৃত্যুর পরই নড়ে চড়ে বসেছে কেরল প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে, শুরু হয়ে গিয়েছে হামলাকারী বাঘটির খোঁজ। এছাড়াও স্থানীয় কর্মজীবী মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে এলাকায় র‍‍্যাপিড রেসপন্স টিম মোতায়েন করা হচ্ছে। মন্ত্রী কেলু জানিয়েছেন, ওই নির্দিষ্ট এলাকায় ফেন্সিং বসানোর জন্য ইতিমধ্যেই প্রকল্প অনুমোদন করা হয়েছে। তবে টেন্ডারের টাকা আটকে থাকায় আপাতত কাজ শুরু করা যায়নি। তবে আশ্বাস মিলেছে, যত দ্রুত সম্ভব সেই প্রকল্প রূপায়ণ করা হবে।

অবশ্যই পড়ুন: এখনও কোন অঙ্কে সুপার সিক্সে যেতে পারবে ইস্টবেঙ্গল? দেখে নিন সমীকরণ

শোক প্রকাশ করেছেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী

ভারতীয় ক্রিকেটার মিন্নু মনির কাকিমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মানন্তওয়াড়ির পঞ্চরাকোল্লিতে কফি কাটার সময় বাঘের হাতে নিহত রাধার মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।’ ওদিকে কেরল সরকার মৃত মহিলার পরিবারকে ৫ লাখ আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে।

সঙ্গে থাকুন ➥