Indiahood-nabobarsho

এখনও কমেনি পিঠের ফোলা ভাব, বাড়ছে যন্ত্রণা! চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন বুমরাহ?

Published on:

Fears about bumrah's presence in the icc champions trophy 2025 have increased

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেও আশঙ্কায় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মিনি ওয়ার্ল্ড কাপ। তার ঠিক পরের দিনই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। এহেন আবহে হাতে আর খুব একটা বেশি সময় নেই। দল পরিবর্তনের জন্য 13 ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে ভারতের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এমন পরিস্থিতিতে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে সংশয়ের পরিধি আরও চওড়া হয়েছে। খেলোয়াড়ের চোট বুঝে ওঠা গেলেও 5 সপ্তাহ বিশ্রামের পর তিনি আদৌ চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে নামতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় পেসারকে নিয়ে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।

চোট নিয়ে বিপাকে বুমরাহ!

গত বর্ডার গাভাস্কার সিরিজের শেষ টেস্টে চোট পেয়েছিলেন জসপ্রীত। এরপরই পিঠের যন্ত্রণা নিয়ে সিডনি স্টেডিয়াম ছাড়তে হয় তাঁকে। প্রথম দিকে চোটের ধরন বোঝা না গেলেও পরবর্তীতে স্ক্যান করার পর ধরা পড়ে বুমরাহর ব্যাক ইঞ্জুরি। যার জেরে ভারতীয় পেসারকে টানা 5 সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এহেন আবহে চোট-আঘাতের কারণে সিডনি টেস্টের অন্তিম ম্যাচ পন্ড হওয়ার পর এখন সেই একই কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় তারকার উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। আর এই ঘটনা বুমরাহর সাম্প্রতিক ফর্মকে যে ক্ষতির মুখে দাঁড় করাবে একথা এক প্রকার স্পষ্ট।

অবশ্যই পড়ুন: এখনও কোন অঙ্কে সুপার সিক্সে যেতে পারবে ইস্টবেঙ্গল? দেখে নিন সমীকরণ

বুমরাহকে নিয়ে বিরাট ধাক্কা খাবে ভারত!

ভারতীয় ক্রিকেটের একটা বড় অংশ মনে করছেন, বুমরাহর পিঠের চোট মোটেই সহজ সরল নয়। ভারতীয় খেলোয়াড়ের আঘাতকে যতটা হালকাভাবে নেওয়া হচ্ছে সেটি তার থেকে অনেক বেশি কিছু। সূত্র বলছে, জসপ্রীতের পিঠের ফোলা ভাব নাকি এখনও কমেনি। সময় যত যাচ্ছে উন্নতির পরিবর্তে শরীরে যন্ত্রণা বাড়ছে খেলোয়াড়ের।

ফলত, চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহর আসর জমানো হয় কিনা সেদিকেই চোখ রয়েছে ভারতীয় সমর্থকদের। তবে বিশেষজ্ঞদের মতে, খেলোয়াড়ের বর্তমান চোট যে অবস্থায় রয়েছে তাতে ফেব্রুয়ারির আগে সুস্থ হয়ে মাঠে ফেরাটা তাঁর জন্য যথেষ্ট চ্যালেঞ্জি হবে। কাজেই ফেব্রুয়ারির একেবারে তৃতীয় সপ্তাহে পৌঁছে যদি বুমরাহ মাঠে ফিরতে না পারেন তবে বড়সড় ধাক্কা খাবে ভারত।

মনে করা হচ্ছে, সেক্ষেত্রে জসপ্রীতের বদলে মহম্মদ শামির ওপরই ভরসা রাখতে হবে দলকে। উল্লেখ্য, এখনও পর্যন্ত যা খবর আগামী 2 ফেব্রুয়ারি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে(NCA) রিহ্যাব করাতে যাবেন বুমরাহ। এরপরই চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী ঠিক হবে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় পেসারের ভবিষ্যৎ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group