Indiahood-nabobarsho

এবারের দুয়ারে সরকার ক্যাম্পে পড়ুয়াদের জন্যও থাকছে একাধিক প্রকল্প

Published on:

duare sarkar students

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের শুরু হয়েছে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প। এবার গ্রামের মানুষদের সুবিধার কথা মাথায় রেখে পঞ্চায়েত এলাকায় শিবির করা হচ্ছে। ইতিমধ্যে সামনে এসেছে শিবির আয়োজিত হওয়ার দিনক্ষণ। জানুয়ারির ২৪ তারিখ থেকে ফেব্রুয়ারির ১ তারিখ পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প। ৩৭টি এলাকার বাসিন্দারা এই ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবেন। কিন্তু কোথায় কোথায় শিবির আয়োজন করা হচ্ছে, কারা কোন কোন প্রকল্পের সুবিধা নিতে পারবেন সে সম্পর্কে বিশদে জানানোর জন্য এই প্রতিবেদন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কীভাবে জানবেন কোথায় শিবিরের আয়োজন করা হচ্ছে?

অনলাইন মাধ্যমে খুব সহজেই ক্যাম্পের আয়োজন স্থলের খোঁজ পেয়ে যাবেন। অনলাইনে ক্যাম্পের লোকেশন জানার জন্য গুগলে গিয়ে আপনাকে প্রথমে দুয়ারে সরকারের অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে। এরপর সেখান থেকে সিলেক্ট করুন ‘ফাইন্ড ইয়োর ক্যাম্প’ অপশন। এবার আপনার জেলা, আপনার ব্লক ও গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করুন। এরপরেই জানতে পারবেন আপনার এলাকায় ক্যাম্প হচ্ছে কি না।

কারা, কোন পরিষেবার সুবিধা নিতে পারবেন?

রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প চালানো হচ্ছে। পড়ুয়া, বাড়ির মহিলা, কৃষক থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষদের জন্য রয়েছে প্রকল্প। কিন্তু সব প্রকল্প সবার জন্য নয়। সুতরাং ক্যাম্পে যাওয়ার আগে এটা জেনে নেওয়া দরকার কোন প্রকল্প কার জন্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সাধারণ নাগরিকদের জন্য কী কী প্রকল্প?

১) কাস্ট সার্টিফিকেট (SC,ST & OBC) ২) আধার কার্ড ৩) খাদ্য সাথী (রেশন কার্ড) ৪) স্বাস্থ্য সাথী ৫) প্রতিবন্ধী সার্টিফিকেট ৬) ইলেকট্রিসিটি নতুন কানেকশন ৭) ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ছাড় (Electricity Waiver) ৮) তপশিলি বন্ধু প্রকল্প ৯) জয় জোহার প্রকল্প ১০) লক্ষীর ভান্ডার প্রকল্প ১১) বিধবা ভাতা ১২) বার্ধক্য ভাতা ১৩) উদয়ন পোর্টাল রেজিস্ট্রেশন ১৪) Artisan/ Weaver Registration ১৫) SHG Credit Linkage ১৬) সামাজিক সুরক্ষা যোজনা ১৭) Registration of Migrant Workers।

কৃষকদের জন্য সুবিধা সমূহ

১) কৃষক বন্ধু প্রকল্প ২) KCC-Agriculture ৩) বাংলা শস্য বীমা যোজনা ৪) মৎস্যজীবী ক্রেডিট কার্ড ৫) পাট্টা আবেদন ৬) বাংলা কৃষি সেচ যোজনা ৭) রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ৮) Financial assistance for purchase of Farm machinery ৯) জমির রেকর্ড সংশোধন।

ছাত্র-ছাত্রীদের জন্য কী কী সুবিধা থাকছে?

১) মেধাশ্রী প্রকল্প ২) শিক্ষাশ্রী প্রকল্প ৩) কন্যাশ্রী প্রকল্প ৪) রুপশ্রী প্রকল্প ৫) স্টুডেন্ট ক্রেডিট কার্ড ৬) ঐকশ্রী স্কলারশিপ ৭) ভবিষ্যৎ ক্রেডিট কার্ড

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group