Indiahood-nabobarsho

নাইটদের MI বধ, সুনীল নারিনের ঘূর্ণির জোরে বেকাবু পোলার্ডরা

Published on:

adkr vs mi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লড়াইটা ছিল এক স্বদেশীর বিরুদ্ধে আরেক স্বদেশীর। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সতীর্থ কায়রন পোলার্ডের সাথে শুক্রবার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ম্যাচে সম্মুখ সমরে উপস্থিত হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স তারকা সুনীল নারিন। এদিন পোলার্ডের দাপুটে ব্যাটিং সত্ত্বেও আবুধাবি নাইট রাইডার্সের কাছে মাথা নুইয়েছে এমআই এমিরেটস। নেপথ্যে নাইট তারকা নারিনের কৃপণ বোলিং। শুক্রবার উইকেট না পেলেও শত্রুপক্ষের রানের সংখ্যা নির্ধারিত গণ্ডির মধ্যেই আটকে রেখেছিলেন KKR তারকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

টসে হেরেও চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে ADKR

শুক্রবার এমআই এমিরেটসের বিরুদ্ধে টস ভাগ্য না ঘুরলেও পরিশেষে ম্যাচ পকেটে পুরেছিল নারিনের দল। অগত্যা ব্যাট করতে এসে 182 রানের ঝোড়ো ইনিংস গড়ে তোলে আবুধাবি নাইট রাইডার্স। শুক্রবার নাইট শিবিরের আলিশান শরাফু শত্রুপক্ষকে ব্যাটিং দাপট দেখিয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আমিরশাহির এই তরুণ ব্যাটসম্যান একাই 7টি চার ও 1টি ছয় সহযোগে 33 বলে 55 রান তুলে দেন।

শুক্রবার লঙ্কান ব্যাটার চরিথ আসালাঙ্কার ব্যাট থেকেও 32 রানের দুর্ধর্ষ ইনিংস উপহার পেয়েছিল নাইটদের দল। আন্দ্রিজ গাউসের ব্যাট থেকে 27, জেসন হোল্ডার 22, রোস্টন চেস 20 এবং কাইল মায়ের্স 11 রানের পারি খেলেছিলেন। তবে দুঃখের বিষয়, এদিন রাসেল ও নারিনের ব্যাট থেকে যথাক্রমে 6 ও 1 রানের যোগদান পেয়েছিল দল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিধ্বংসী ইনিংস খেলেও জয় পাননি পোলার্ড

আবুধাবি নাইট রাইডার্সের 182 রানের জবাব দিতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 140 রানে থেমে যায় নিকোলাস পুরানদের চাকা। তবে ম্যাচ হারলেও দলের হয়ে আমরণ লড়াইয়ে নিজেকে শামিল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা কায়রন পোলার্ড। নাইটদের ওপর ছুরি ঘুরিয়ে এদিন 49 বলে 69 রানের দীর্ঘ ইনিংস খেলেছেন এই ক্যারিবিয়ান তারকা। শুধু তাই নয়, 4টি চার ও 4টি ছয় হাঁকিয়ে ম্যাচের শেষ পর্যন্ত অপরাজিত দেখেছেন পোলার্ড। কিন্তু এই দীর্ঘ চেষ্টা সত্ত্বেও শুক্রবার হারতে হয়েছে দলকে।

অবশ্যই পড়ুন: বাঘের হামলায় টিম ইন্ডিয়ার প্লেয়ারের আত্মীয়ের মৃত্যু, ৫ লাখ ক্ষতিপূরণের ঘোষণা সরকারের

নাইট বোলারদের আক্রমণে কাবু পুরানের দল

এমআই এমিরেটসের দুর্দশা ডেকে এনেছিলেন মূলত নাইট বোলাররা। শুক্রবারের রণক্ষেত্রে নাইটদের হয়ে 3 ওভারে 25 রান খরচ করে 3 উইকেট নিয়েছেন কাইল মায়ের্স। 4 ওভারের কোটায় 28 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন আরেক নাইট বোলার জেসন হোল্ডার। ডেভিড উইলির খাতায় এদিন যোগ হয়েছে মাত্র 1টি উইকেটে। তবে সবচেয়ে মজার বিষয় উইকেট না পেলেও 4 ওভারে সবচেয়ে কম রান দিয়েছেন অধিনায়ক সুনীল নারিন। এদিন তাঁর উইকেটের ঝুলি শূন্য থাকলেও খরচ হওয়ার রানের সংখ্যা ছিল মাত্র 14।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group