জানুয়ারির চতুর্থ সপ্তাহেই এই রাশিদের লটারি কাটলেই বিপুল লক্ষ্মীলাভ

Published on:

lottery ticket

প্রীতি পোদ্দার, কলকাতা: আমরা অনেকেই কম বেশি সকলেই লটারি (Lottery) কাটতে পছন্দ করি। কিন্তু ভাগ্যের চাকা সকলের সমান ঘোরে না। কিন্তু তবুও অনেকেই মনে মনে এক বার লটারির টিকিট কেটে দেখতে চান। ভাবেন, এক বার কেটেই দেখি, কোনও লাভ হয় কি না। আবার অনেকেই আছেন যারা নিয়মিত লটারির টিকিট কাটেন। এই লটারির টিকিট কাটা কিন্তু একপ্রকার নেশা। তবে লটারির টিকিট কেটে লাভের মুখ দেখেছেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। তবে যাঁদের ভাগ্য খারাপ তাঁদের লাভের জন্য কিছু টিপস দিল জ্যোতিষীরা। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

WhatsApp Community Join Now

জানা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জ্যোতিষশাস্ত্রে রাশি মিলিয়ে আগে দিয়ে বলে দেওয়া যায় কখন কোন সময়ে কোন কোন রাশির জাতকেরা লটারিতে পুরস্কার পেতে পারেন। এছাড়াও কাদের লটারি কেটে লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে, সেটিও বলে দেওয়া যায় এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে। তাই সেক্ষেত্রে দেখে নেওয়া যাক নতুন বছরের প্রথম মাসের চতুর্থ সপ্তাহে কোন কোন রাশির ভাগ্যে রয়েছে লটারির যোগ।

মেষ রাশি

মেষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা এই সপ্তাহের প্রথম দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন, তবে শেষের দিকে লটারির টিকিট না কাটলেই ভাল হয়। কারণ ওই সময় লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কাই বেশি দেখছেন জ্যোতিষ বিজ্ঞানীরা। তবে কেউ যদি চান তাহলে এই সপ্তাহে টিকিট না কাটলেও চলবে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে লটারির টিকিট কাটার ক্ষেত্রে সবচেয়ে ভালো। লোকসানের চেয়ে লাভের আশঙ্কাই বেশি রয়েছে।

মিথুন রাশি

এই সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির খুব একটা যোগ নেই। তবে ভাগ্য পরীক্ষা করতে একবার লটারির টিকিট কাটতেই পারেন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহের প্রথম দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন। আশানুরূপ ফল মিললেও মিলতে পারে। সপ্তাহের মধ্যভাগেও ভাগ্য সঙ্গ দিতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভাল কাটতে চলেছে তবে লটারির টিকিট কেটে অর্থপ্রাপ্তির যোগ খুব একটা নেই। তাই লটারির ক্ষেত্রে এই সপ্তাহে না এগানোই ভালো।

কন্যা রাশি

কন্যা রাশির জন্য এই সপ্তাহ লটারির ক্ষেত্রে আশানুরূপ ফল দিতে পারে, তাই লটারির টিকিট কেটে দেখতে পারেন।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিক থেকে খুব একটা ভাল নয়। লোকসানের পরিমাণ বেশি। তাই টিকিট বা কাটাই ভালো।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি জাতক অথবা জাতিকাদের ক্ষেত্রেও এই সপ্তাহে লটারির টিকিট না কাটাই ভালো, লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা বেশি রয়েছে।

ধনু রাশি

ধনু রাশির জন্য গোটা সপ্তাহটাই খুব ভাল কাটবে। তাই ভাগ্য পরখ করতে চাইলে এক বার লটারি কেটে দেখতে পারেন।

মকর রাশি

সপ্তাহের শুরুটা মকর রাশির জন্য খুব ভাল থাকলেও মধ্যভাগের পরে খুব একটা ভাল অর্থপ্রাপ্তি হবে না। তাই রার আগেই টিকিট কাটতে হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকেরা এই সপ্তাহের যে কোনও সময়ে লটারি কাটতে পারেন। কারণ সব ক্ষেত্রেই এদের লাভের অঙ্কটা অনেকটাই বেশি থাকবে।

মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য গোটা সপ্তাহটাই ভাল যাবে। লটারির টিকিট কেটে দেখতে পারেন। তবে সমস্ত দিক বিবেচনা করেই টিকিট কাটবেন।

সঙ্গে থাকুন ➥
X