এবার অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই মিলবে ৫ লক্ষ, বড় ঘোষণা রাজ্য সরকারের

Published on:

mamata nabanna money

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলায় বিশেষ কিছু ফিল্ডে কর্মরত ব্যক্তিদের জন্য বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। আগেই জানানো হয়েছিল যে অবসরের সময়ে এককালীন টাকার পরিমাণ ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। এবার সেই টাকা দেওয়ার প্রক্রিয়ায় যাতে আর বেশি দেরি না হয় তার জন্য ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। আসলে ক্যাজুয়াল, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের জন্য একের পর এক খুশির খবর এনেই চলেছে সরকার। যেমন সকলে যাতে এককালীন আর্থিক অনুদান সঙ্গে সঙ্গে পেয়ে যায় সেটার জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের অর্থ দফতর। জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও।

বিজ্ঞপ্তি জারি রাজ্যের

WhatsApp Community Join Now

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে বিজ্ঞপ্তিতে কী লেখা রয়েছে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর। ২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকার  উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষক, প্যারা শিক্ষক, এসএসকে এবং এমএসকে শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, আশা কর্মী, অবৈতনিক স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক, সিভিক ভলেন্টিয়ার, গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক, হোমগার্ড এবং সহায়ক দমকল অপারেটর সহ বিভিন্ন শ্রেণির কর্মীদের জন্য টার্মিনাল সুবিধা বাড়ানোর ঘোষণা করে। এদিকে নতুন বছরে এই সংক্রান্ত আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

আরও পড়ুনঃ ৪ থেকে বেড়ে ১২ লাখ! DA বৃদ্ধির আগেই বড় খবর, একেবারে ৩ গুণ বৃদ্ধি পেতে পারে গ্রাচুইটি

বলা হয়েছে, সব দফতর এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে এ বার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল্য সংস্থাগুলি এইচআরএমএসের মাধ্যমে ‘‌টার্মিনাল বেনিফিট’‌ পেতে অনলাইনেই আবেদন করা যাবে। সবথেকে বড় কথা, গোটা প্রক্রিয়ায় যাতে দেরি না হয় তাও দেখা হচ্ছে।

উপকৃত হবেন বহু কর্মী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টার্মিনাল বেনিফিট ২-৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেন এবং ১ এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলির ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে। অর্থ দফতর বা নিজের দফতর থেকেও আর অনুমোদন নিতে হবে না। বলা হচ্ছে, নাকি এই উদ্যোগের ফলে কর্মীরা যেদিন অবসর নেবেন, সেদিনই এই অনুদান পেয়ে যাবেন।

সঙ্গে থাকুন ➥
X