বাংলায় ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসের একাধিক বগি

Published on:

santragachi–tirupati express

শ্বেতা মিত্র, কলকাতা: নতুন বছর শুরু হতে না হতেই ফের একবার দুর্ঘটনার কবলে ট্রেন। জানা গিয়েছে, এবার দুর্ঘটনার কবলে পড়েছে সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস (Santragachi–Tirupati Express)। দুই ট্রেনের মধ্যে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর জেরে লাইনচ্যুত হয়েছে ট্রেনের একাধিক বগি বলে খবর। একদিকে যখন গোটা দেশ ২৬ জানুয়ারি আনন্দে মেতে রয়েছে তখন সেখানে অন্যদিকে নতুন করে ট্রেন দুর্ঘটনার ঘটনা সকলকে অবাক করে রেখে দিয়েছে। সেই সঙ্গে এই ঘটনা নতুন করে যেন এক প্রশ্নের সৃষ্টি করেছে। আর সেটা হল, যাত্রীরা আদৌ আর ট্রেনে সুরক্ষিত কিনা।

বাংলায় ফের রেল দুর্ঘটনা

WhatsApp Community Join Now

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ট্রেন দুর্ঘটনাটি কোথায় ঘটেছে? তাহলে জানিয়ে রাখি অন্য কোনো জায়গায় নয় বরং বাংলাতেই ঘটেছে এই ট্রেন দুর্ঘটনা। আর সেই জায়গা হল হাওড়া। হ্যাঁ ঠিকই শুনেছেন। ট্রেনটি নাকি সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল। সেই সময়ে দুর্ঘটনাটি ঘটে।

যদিও একটাই স্বস্তির খবর, দুর্ঘটনার সময়ে ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ফলে নতুন করে বড়সড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। যদিও যেটা ঘটেছে সেট কম কিছু নয়। জানা গিয়েছে, ট্রেনটির ৩টি বগি লাইন থেকে ছিটকে গিয়েছে।

কী হয়েছিল?

কী ঘটেছিল সেটা খুলে বলা যাক। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস পদ্মপুকুর দিয়ে রেল ইয়ার্ড হয়ে শালিমারের দিকে যাচ্ছিল। এই ট্রেনটি যখন সিগন্যাল না পাওয়ায় লাইনে দাঁড়িয়ে ছিল তখন পিছনে সিগন্যাল মিস করে আরও একটি পার্সেল ট্রেন। সেটিই পিছন থেকে ধাক্কা মারে। প্রবল আওয়াজ হয়। এহেন ঘটনার ফলে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের দুইটি বগি। অন্যদিকে ঘটনার তীব্রতায় পার্সেল কারের ১টি বগি অবধি লাইন থেকে ছিটকে যায়।

আরও পড়ুনঃ এবার অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই মিলবে ৫ লক্ষ, বড় ঘোষণা রাজ্য সরকারের

ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন রেল আধিকারিকরা। তদন্ত অবধি শুরু হয়েছে বলে খবর। এদিকে এহেন দুর্ঘটনার জেরে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়েছে বেশ কিছু ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন থেকে শুরু করে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে পড়ে। যদিও রেল সূত্রে খবর ক্ষতিগ্রস্ত বগিগুলোকে লাইন থেকে তোলার চেষ্টা হচ্ছে এবং খুব শীঘ্রই পরিষেবা স্বাভাবিক করে দেওয়া সম্ভব হবে।।

সঙ্গে থাকুন ➥
X