৩০ কিমি মাইলেজ, ৬টি এয়ারব্যাগ! Tata, Toyota-কে টেক্কা দেবে Maruti-র নতুন গাড়ি

Updated on:

Maruti suzuki fronx hybrid suv coming to the market, know the price

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে Maruti Suzuki-র হাইব্রিড গাড়িগুলি দেশবাসীর পছন্দের তালিকায় ঢুকে পড়েছে। এমতাবস্থায়, গ্রাহকদের পছন্দকে গুরুত্ব দিয়ে আরও কয়েক ধাপ এগোতে চাইছে জাপানের এই ফোর হুইলার প্রস্তুতকারক সংস্থা। জানা যাচ্ছে, এবার সেই পথ ধরেই আরও একটি নতুন হাইব্রিড মডেল বাজারে আনতে চলেছে Maruti Suzuki।

আমাদের সাথে যুক্ত হন Join Now

সম্প্রতি সামনে আসা একটি রিপোর্ট মারফত খবর, সংস্থাটি তাদের পোর্টফোলিওকে শক্তিশালী করে তুলতে হাইব্রিড মডেল গাড়ির বিভাগে Fronx SUV যোগ করতে চাইছে। সূত্র বলছে, পূর্বসূরী মডেলগুলির তুলনায় এই হাইব্রিড Fronx SUV-তে বিশেষ কিছু অত্যাধুনিক ফিচার্স দিতে পারে অতি পরিচিত সংস্থা Maruti Suzuki। সঙ্গে থাকবে দুর্দান্ত মাইলেজ ও সুসজ্জিত ইন্টেরিয়র ডিজাইন।

হাইব্রিড সিস্টেমের জন্য আর টয়োটার ওপর ভরসা করতে হবে না!

Maruti Suzuki ইতিমধ্যেই গ্র্যান্ড ভিটারা ও ইনভিক্টো মডেলে হাইব্রিড প্রযুক্তি অফার করেছে। তবে এতদিন এই জাপানি সংস্থাটিকে হাইব্রিড সিস্টেম সরবরাহ করতো টয়োটা। ফলত নতুন মডেলে হাইব্রিড প্রযুক্তি যোগ করতে চাইলে টয়োটার ওপর ভরসা করে থাকতে হতো তাদের। তবে শোনা যাচ্ছে, এসব ঘটনা এখন অতীত। বর্তমানে হাইব্রিড সিস্টেম প্রযুক্তি নিজেরাই তৈরি করছে Maruti Suzuki। ফলত, আগামী প্রজন্মের জন্য সংস্থার আসন্ন প্রিমিয়াম গাড়ি গুলিতে যে হাইব্রিড প্রযুক্তি দেখা যাবে এ কথা বলার অপেক্ষা রাখে না।

Whatsapp Broadcast Join Now

Maruti Suzuki Fronx Hybrid SUV-র ইঞ্জিন ও মাইলেজ

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, সংস্থা তাদের হাইব্রিড প্রযুক্তিযুক্ত নতুন Fronx SUV বাজারে আনতে চলছে। কয়েকটি রিপোর্ট বলছে, Maruti Suzuki তাদের এই নয়া সংস্করণে 1.2 লিটারের কে-সিরিজ ইঞ্জিন যোগ করবে। যা সম্ভবত 90 PS শক্তি এবং 113 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম।

Whatsapp Group Join Now

সংস্থার একটি সূত্র জানিয়েছে, Maruti Suzuki Fronx Hybrid এক লিটার পেট্রোলে 30 কিলোমিটারেরও বেশি মাইলেজ দেবে। মনে করা হচ্ছে, Fronx তার অসাধারণ মাইলেজ ও হাইব্রিড ক্ষমতার কারণে দেশের সর্বোচ্চ মাইলেজ কম্প্যাক্ট SUV হয়ে উঠবে। তবে Maruti Suzuki Fronx Hybrid গাড়িটি ম্যানুয়াল মোডে 21.79 Kmpl এবং AMT সহ 23 Kmpl মাইলেজ দিতে পারবে।

আরও পড়ুনঃ আগামী মাস থেকেই বাড়ছে Maruti গাড়ির দাম, গ্রাহকদের গুনতে হবে মোটা টাকা

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Maruti Suzuki Fronx গাড়িটিতে হাইব্রিড প্রযুক্তি যুক্ত হওয়ার পর এর চাকাগুলি পেট্রোল ইঞ্জিনের পরিবর্তে বৈদ্যুতিক মোটরের শক্তি পাবে। বলে রাখা ভাল, এতে রয়েছে একটি পেট্রোল পাওয়ারট্রেন ব্যাটারি প্যাক যা একবার চার্জ করলে জেনারেটরের মতো কাজ করে। যার জেরে জ্বালানি খরচ কম হওয়ার পাশাপাশি পাওয়া যায় দুর্দান্ত মাইলেজও। উল্লেখ্য, Maruti Suzuki Fronx-এর CNG মডেলের ক্ষেত্রে গাড়িটির সর্বোচ্চ মাইলেজ হতে পারে 28.51 Kmpl।

Maruti Suzuki Fronx Hybrid মডেলের দাম

বর্তমানে বাজারে বিক্রিত Maruti Suzuki Fronx 2024 মডেলটির এক্স শোরুম প্রাইস 7.51 লাখ টাকা থেকে শুরু করে 12.87 লাখ টাকা। মূলত টপ ভেরিয়েন্টের ক্ষেত্রে গ্রাহকদের প্রায় 13 লাখ খরচ হয়ে যায়। তবে বেশ কিছু রিপোর্ট মারফত জানা গিয়েছে, Maruti Suzuki তাদের Fronx SUV-র হাইব্রিড মডেল লঞ্চ করলে সেক্ষেত্রে তার দাম পূর্বসূরী সংস্করণের তুলনায় অনেকটাই বেশি হবে।। বলা বাহুল্য, সংস্থাটি তাদের এই নতুন সংস্করণে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে EBD, ব্রেকিং অ্যাসিস্ট, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম ও 6টি অত্যাধুনিক এয়ারব্যাগ দেবে।

সঙ্গে থাকুন ➥
X