মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর নিয়ে বড় সমস্যা মেটাল পর্ষদ, জারি নতুন নিয়ম

Published on:

madhyamik pariksha 2025

শ্বেতা মিত্র, কলকাতা: দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha)। শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত রয়েছেন ছাত্র ছাত্রীরা। মাধ্যমিক পরীক্ষা যে কোনও পরীক্ষার্থীর জীবনে সবথেকে বড় এবং প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। ফলে জীবনের প্রথম এরকম বড় পরীক্ষা নিয়ে সকলের মধ্যেই চরম উৎকণ্ঠা কাজ করে। যাইহোক, সকলের প্রস্তুতির মাঝেই শিক্ষকদের জন্যও, বিশেষত যাঁরা পরীক্ষার খাতা দেখবেন, তাঁদের জন্য নতুন নিয়ম জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

নতুন নিয়ম জারি পর্ষদের

পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে অনেক সময় প্রশ্ন থেকে যায়। কোন প্রশ্নের উত্তরে কতো নম্বর দেওয়া হয়েছে, সে ব্যাপারে প্রশ্ন থাকে পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের মনে। এই অভিযোগ দীর্ঘ দিনের। সমস্যার সমাধান করার জন্য এবার বিশেষ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

সাধারণ খাতার প্রথম পাতার ওপরের দিকে বিষয়ের মোট নম্বর ও প্রাপ্ত নম্বর লেখা থাকে। উত্তর পত্রের ভিতরে লেখা থাকে কোন প্রশ্নের উত্তরে পরীক্ষার্থী কতো নম্বর পেয়েছেন। আপাতভাবে এই পদ্ধতি সমস্যাবিহীন মনে হলেও পড়ুয়াদের মধ্যে প্রাপ্ত নম্বর নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছিল। ফলত এবারের মাধ্যমিক পরীক্ষায় নতুন পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

মাধ্যমিকে নতুন পদ্ধতি

আগের নিয়ম মেনে এবারেও খাতা দেখবেন শিক্ষক। সেই সঙ্গে তাঁর কাছে থাকবে একটি বিশেষ শিট। কোন পরীক্ষার্থী কীসে কত নম্বর পেয়েছেন, সেটা লেখা এই শিটের মধ্যে পরীক্ষককে লিখতে হবে। কীসে, কতো নম্বর দেওয়া হয়েছে, সেটা বুঝতে পরীক্ষার্থীর যাতে কোনো অসুবিধা না হয় সে জন্যই এবারে এই ব্যবস্থা।

আরও পড়ুনঃ বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার থেকে DA, এবার কতটা? বাজেটে বড় ঘোষণার পথে পশ্চিমবঙ্গ সরকার

তাছাড়া খাতা রিভিউ করার অপশনও দেওয়া হয়েছে। পরীক্ষার্থীর যদি মনে হয় তাঁর খাতা আরো একবার খুঁটিয়ে দেখা দরকার, তাহলে যে কোনো পরীক্ষার্থী পরীক্ষার খাতা রিভিউ করার জন্য আবেদন করতেই পারেন।

সঙ্গে থাকুন ➥