বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর মোহনবাগানের (Mohun Bagan Super Giant) পয়েন্ট এখন 40। তালিকার মগডালে থেকেও বাকি 6 রাউন্ডের খেলা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সবুজ মেরুন। মূলত জামশেদপুর ও চেন্নাইয়িন এসির বিরুদ্ধে ড্র করার পর ঘরের মাঠে জয়ের জন্য মুখিয়ে ছিল দল। তবে আমরণ চেষ্টায় ধরা দিয়েছে সাফল্য। গতকালের জয়ের পর এই নিয়ে 10 ম্যাচে ক্লিনশিট ধরে রাখল বাগান। সেই সাথে হোম গ্রাউন্ডে দাপট ধরে রাখার পাশাপাশি ধারাবাহিক গোলের নজির গড়েছে গঙ্গা পাড়ের দল।
এক নজরে মোহনবাগানের আসন্ন ম্যাচগুলি
বেঙ্গালুরুর ম্যাচসহ বিগত 3 হোম ম্যাচে লিস্টন কোলাসোর অনবদ্য গোল মুখের হাসি চওড়া করেছে সবুজ মেরুন কর্তাদের। আসন্ন ম্যাচগুলিতেও বাগান তারকার সেই পারফরমেন্স ফিরে পেতে চাইবে দল। বলা বাহুল্য, চলতি ISL মরসুমে এখনও 6টি ম্যাচে শত্রুদের মুখোমুখি হতে হবে মোহনবাগানকে। প্রথম ম্যাচ রয়েছে শনিবার, বিপক্ষ মহমেডান স্পোটিং। এরপর আগামী বুধবার অর্থাৎ 5 ফেব্রুয়ারি পাঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামবে মোলিনার দল।
15 ফেব্রুয়ারি কেরালার বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাগানের। এই ম্যাচ সেরে আবারও 23 ফেব্রুয়ারি ওড়িশা এফসির বিরুদ্ধে মাঠ দখল করবে সবুজ মেরুন। ফেব্রুয়ারিতে আর কোনও ম্যাচ নেই বাগানের। তবে মার্চের শুরুতেই( 1 মার্চ) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আক্রমণ শানাতে হবে গঙ্গা পাড়ের দলকে। মরসুমের শেষ ম্যাচটি রয়েছে 8 মার্চ। এদিন বাগানের প্রতিপক্ষ শক্তিশালী গোয়া।
শিল্ড জয়ের লক্ষ্যে এগিয়ে থেকেও সন্তুষ্ট নন কোচ মোলিনা!
চলতি মরসুমে ধারাবাহিক জয়ের পর শেষ দুই ম্যাচ সমতা নিয়ে ছাড়লেও মোহনবাগানকে হারাতে পারেনি কোনও দলই। তবে নিশ্চিত জয় থেকে বঞ্চিত থাকায় বাগান তারকাদের বুকের বা দিকটা চিনচিন করে উঠেছিল। চলেছিল গাফিলতি ঢাকার আপ্রাণ চেষ্টা। সোমবারের ম্যাচে সেই পরিশ্রম সাফল্য এনে দিয়েছে। বেঙ্গালুরুকে হারিয়ে ফের শিল্ড জয়ের লক্ষ্যে নিজেদের ধরে রেখেছে বাগান। তবে পয়েন্ট তালিকার মগডালে থেকেও অসন্তুষ্ট মোলিনা!
শিল্ড জয়ের দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে যাওয়া সত্ত্বেও তা মানতে নারাজ সবুজ মেরুন কোচ। তাঁর বক্তব্য, এটা ঠিক যে, শিল্ড জয়ের দিকে আমরা এক ধাপ এগিয়েছি। তবে এখনও অনেকটা পথ চলা বাকি। কেননা, বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় পেয়েও বাগানের দখলে বল পজিশন ছিল মাত্র 36 শতাংশ। অন্যদিকে সুনীলরা প্রচুর গোল মিস করেছেন, তাদের ব্যর্থতা গোলে পরিণত হলে মোহনবাগান সমর্থকদের খালি হাতে ফিরতে হত।
বেঙ্গালুরুর অ্যাটাকিং নিয়ে প্রশংসা করেছেন মোলিনা
সোমবারের ম্যাচে শুরু থেকেই বেঙ্গালুরুর ছেলেদের দাপট চোখে পড়েছিল। গোল করতে না পারলেও সুযোগ তৈরি করে বাগানের বিপদ বাড়ানোর চেষ্টা করেছিল বেঙ্গালুরু। তবে সৌভাগ্য যে, তেমনটা হয়নি। মাঠের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত 1 গোলে জয় পায় মোহনবাগান। আর এর পরই শত্রুপক্ষের অ্যাটাকিং ফুটবল নিয়ে প্রশংসায় ভেসেছেন সবুজ মেরুন কোচ।
অবশ্যই পড়ুন: বাকি আর মাত্র ৭ ম্যাচ, কীভাবে প্লে অফে উঠবে ইস্টবেঙ্গল? দেখুন নয়া সমীকরণ
ম্যাচ শেষে মোলিনা বলেন, আমরা প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে চেয়েছিলাম। কিন্তু তা সম্ভব হচ্ছিল না। বেঙ্গালুরুর ছেলেরা প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে ছিল। ওদের অ্যাটাকিং দারুণ। ওরা একাধিক সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছে। তবে বেশ কিছু ভাল সুযোগ আমরাও পেয়েছিলাম। আসলে, বেঙ্গালুরুর অ্যাটাক খুব ভাল ছিল। তবে আমাদের ডিফেন্সেরও প্রশংসা করতে হয়। আমাদের ছেলেরাও খুব ভাল খেলেছে।
ম্যাচ জিতেও চাপে রয়েছেন কোচ মোলিনা
সোমবারের ম্যাচে বেঙ্গালুরুর সাথে বল কাড়াকাড়ির লড়াইয়ে পিছিয়ে থাকলেও ম্যাচ শেষে পুরো পয়েন্ট ঘরে তোলার পর সবুজ মেরুন কোচ জানান, আমার মনে হয় আজকের ম্যাচটা পুরো 50-50 ছিল। ম্যাচ জিততে গেলে গোল করাটা আবশ্যিক। যত দ্রুত সম্ভব সেই কাজ করে ফেলতে হয় খেলোয়াড়দের। চেন্নাইতে আমরা সেই কাজ করতে ব্যর্থ হয়েছিলাম। এটা ঠিক যে, আমরা শিল্ডের খুব কাছাকাছি এগিয়ে গেছি তবে এখনও বেশ কয়েকটা ম্যাচ আমাদের জিততে হবে। চাপটা এখনও কমেনি। যতক্ষণ না পর্যন্ত লিগ জিতছি শান্তি নেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |