গাড়ির ইন্সুরেন্স থাকলে আর মিলবে না পেট্রোল, ডিজেল বা CNG! আসছে নয়া নিয়ম

Published on:

no fuel or fastag with out third party insurance new motor vehicles act

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনার কি চার চাকা গাড়ি রয়েছে? তাহলে নতুন নিয়ম না জানলে আপনি গাড়িতে পেট্রোল, ডিজেল বা CNG ভরতে পারবেন না। এমনকি গাড়ির ফাস্টট্যাগেও রিচার্জ করতে পারবেন না। কিন্তু কেন? আর যদি গাড়ি ব্যবহার করতে চান তাহলেই বা কি করতে হবে? আজকের প্রতিবেদনেই রইল সমস্ত প্রশ্নের উত্তর।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

গাড়ির ক্ষেত্রে লাগু হবে নয়া নিয়ম | Update in Motor Vehicles Act

মোটর ভেহিকেল আইন ১৯৮৮ অনুযায়ী গাড়িতে ইন্সুরেন্স থাকা বাধ্যতামূলক। বাজারে তিন ধরণের ইন্সুরেন্স রয়েছে যেগুল হল, জিরো ডেপ্রিসিয়েশন, কম্প্রিহেনসিভ ও থার্ড পার্টি ইন্সুরেন্স। আইন অনুযায়ী নূন্যতম থার্ড পার্টি বীমা থাকতেই হবে। যার ফলে কখনো অ্যাকসিডেন্ট হলে আহত ব্যক্তির চিকিৎসার খরচ দেওয়া যায়। কিন্তু নিয়ম জারি থাকলেও তা মানছে না অর্ধেক লোকেই। তাই এবার কড়া সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে।

থার্ড পার্টি ইন্সুরেন্স না থাকলে মিলবে না জ্বালানি ও ফাস্ট ট্যাগ পরিষেবা

এ পর্যন্ত যদি গাড়ির কোনো ইন্সুরেন্স না থাকে তাহলে প্রথমবার ধরা পড়লে ২০০০ টাকা বা ৩ মাসের জেল কিংবা উভয়ই দেওয়া হতে পারে। এরপর দ্বিতীয়বার ধরা পড়লে জরিমানার অঙ্কটা ৪০০০ টাকাও হয়ে যেতে পারে। তবে এবার পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির সম্প্রতি প্রস্তাব এনেছে থার্ড পার্টি ইন্সুরেন্স সম্পর্কে সচেতনতা বাড়াতে ও সমস্ত গাড়িকে ইন্সুরেন্সের আওতায় আনতে ফাস্ট ট্যাগ থেকে শুরু করে বাকি ডিজিটাল লাইসেন্স চেকিং একত্রীভূত করে দেওয়া হোক।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

এমনকি যদি গাড়ির ইন্সুরেন্স না থাকে তাহলে ফাস্ট ট্যাগ সার্ভিস বন্ধ করে দেওয়া হতে পারে। এতে করে গাড়ি মালিকেরা ইন্সুরেন্স করার জন্য বেশি উদ্যোগী হবেন। এমনকি ডিজিটাল সমস্ত সেবা একসাথে একটা প্ল্যাটফর্মে আনা হলে ও আধারের সাথে লিংক করা গেলে একই অ্যাপের মাধ্যমে ইন্সুরেন্স, পলিউশন লাইসেন্সর মত পরিষেবা পাওয়া গেলে গ্ৰাহকদেরও অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ৩০ কিমি মাইলেজ, ৬টি এয়ারব্যাগ! Tata, Toyota-কে টেক্কা দেবে Maruti-র নতুন গাড়ি

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বর মাসেই ৬৬৪২ কোটি টাকার ফাস্ট ট্যাগ লেনদেন হয়েছে। তাই এক্ষেত্রে যদি ফাস্ট ট্যাগের সাথে গাড়ির ইন্সুরেন্স চেকিং করা যায় কাদের ইন্সুরেন্স নেই সেটা যেমন ধরা পরে যাবে। তেমনি এই তথ্য কোম্পানিগুলিকেও নির্দিষ্ট এলাকায় ডেটা থেকে তাদের টার্গেট পূরণে সাহায্য করতে পারবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group