Indiahood-nabobarsho

চ্যাম্পিয়নস ট্রফির আগে সুসংবাদ, বহু অপেক্ষার পর ফিট হলেন টিম ইন্ডিয়ার বোলার

Published on:

team india

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু প্রতিক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট (ICC Champions Trophy) শুরু হতে আর কিছুদিনের অপেক্ষা। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ফিতে কাটা হবে আইসিসি টুর্নামেন্টের। এর ঠিক পরের দিনই পদ্মা পাড়ের দল বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের ছেলেরা। এহেন আবহে রোহিত শর্মাদের মাঠে নামার প্রায় 22 দিন আগে ভারতীয় শিবিরে খুশির হাওয়া। যন্ত্রণা কাটিয়ে ফিট হয়ে উঠেছেন ভারতের ক্ষুধার্ত স্পিনার কুলদীপ যাদব। মাঠে ফেরার আগে সেই খবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন তারকা। টিম ইন্ডিয়ার ধুরন্ধর স্পিনারের সুস্থতার খবর খুশির জোয়ার এনেছে ভক্ত মহলেও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো দলের হয়ে মাঠে নামেন কুলদীপ

গত বছর অর্থাৎ 2024 মরসুমে নিউজিল্যান্ড বাহিনীর বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করাতে গিয়েছিলেন কুলদীপ। মূলত বেঙ্গালুরু টেস্টের মাঝপথে শরীরে প্রবল যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন যাদব। তবে অবশেষে এনসিতে চিকিৎসকদের দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ফিট হয়ে মাঠে ফেরার অনুমতি পেয়েছেন কুলদীপ। জানা যায়, হার্নিয়া অস্ত্রোপচারের কারণেই দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ভারতীয় তারকা। যার কারণে, অজিভূমিতে বিগত বর্ডার গাভাস্কার সিরিজে দলকে সঙ্গ দেওয়া হয়নি তাঁর।

NCA-র প্রশংসায় পঞ্চমুখ কুলদীপ

হার্নিয়া অস্ত্রোপচারের পর দলে না ফেরার আক্ষেপ তাঁকে দীর্ঘদিন ধরে আশাহত করে রেখেছিল। তবে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসক দল ও অ্যাকাডেমির শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বর্তমানে পুরোপুরি সুস্থ ভারতীয় পেসার। এনসিএ চিকিৎসকদের পরামর্শে ও অ্যাকাডেমি কর্মীদের দীর্ঘ তত্ত্বাবধানে ফের মাঠে ফেরা হচ্ছে যাদবের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এ প্রসঙ্গে এনসিএ কর্মীদের প্রশংসায় সরব হয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি সহযোগে কুলদীপ লিখেছেন, পুনরুদ্ধারের জন্য একটি টিমের প্রয়োজন। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি এবং তার কর্মীদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। তারা পর্দার আড়ালে থেকে আসল কাজটা করে গিয়েছেন।

কুলদীপ যাদবের প্রত্যাবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বোর্ড

শারীরিক অস্বস্তি কাটিয়ে চলতি মাসের শুরুতেই অনুশীলনে ফিরেছেন কুলদীপ যাদব। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইতিমধ্যেই সেই ভিডিও পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার। দীর্ঘদিন মাঠে ফিরে বল হাতে কসরতের দৃশ্য সমাজ মাধ্যমে ভাসিয়ে ভিডিওর ক্যাপশনে ভারতীয় তারকা লিখেছেন, ‘লকড-ইন।’

অবশ্যই পড়ুন: ISL টেবিলের চূড়ায় থেকেও চাপে মোহনবাগান কোচ মোলিনা

তবে এবার পাকাপাকিভাবে তার মাঠে ফেরাটা নিশ্চিত হয়ে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, সব ঠিক থাকলে আসন্ন ইংল্যান্ড ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট বল হাতে উইকেটে দখল জমাবেন কুলদীপ। তবে সবটাই হবে সময়ের সাথে পাল্লা দিয়ে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group