Indiahood-nabobarsho

স্নান সেরে দিন জগন্নাথ মন্দিরে পুজো, দিঘায় তৈরি হচ্ছে নতুন ঘাট, জানুন কোথায়?

Published on:

digha jagannath temple

শ্বেতা মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীঘাতেও তৈরী হচ্ছে জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। আর এই মন্দির তৈরী হচ্ছে একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। প্রশাসন সূত্রে খবর, কাজ প্রায় শেষের মুখে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালে সকলের জন্য এই মন্দিরের দরজা খুললেও খুলতে পারে। পর্যটক থেকে শুরু করে প্রভু জগন্নাথের ভক্তদের কাছে আগামী দিনে এই জায়গার গুরুত্ব আলাদা রকমেরই হতে চলেছে। জানা গিয়েছে, এই মন্দির তৈরী করতে সরকারের খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা মতো। এই মন্দির নিয়ে তো এমনিতেই সাধারণ মানুষের উত্তেজনা তুঙ্গে রয়েছেই। এরই মাঝে আরও এক বড় চমক দিল প্রশাসন। কয়েক লক্ষ টাকা ব্যয়ে দীঘার বুকে এমন এক জিনিস তৈরী হতে চলেছে যা সকলের ঘুরতে যাওয়ার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দীঘায় নতুন আকর্ষণ

এমনিতে যত সময় এগোচ্ছে ততই পর্যটকদের জন্য দীঘাকে ঢেলে সাজানো হচ্ছে। গোয়ার মতো দিঘাতে ক্রুজ ভ্রমণ, ইন্দোনেশিয়ার মতো জায়ান্ট সুইঙ্গ সহ একের পর এক জিনিস পেয়ে খুশিতে ডগমগ পর্যটকরা। তবে এসবের মাঝেই যা যাচ্ছে, এবার দীঘার বুকে তৈরী হতে চলেছে ঘাট। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

একদম মন্দির নগরীগুলিতে যেমন ঘাটে বা গঙ্গায় ডুব দিয়ে ঠাকুর দর্শন করা, এবার দীঘার বুকেও সেই একই জিনিস হতে চলেছে বৈকি। অর্থাৎ আগামী দিনে জগন্নাথ মন্দির তৈরী হয়ে গেলে দর্শনার্থীরা ঠাকুর দেখে ঘাটে ডুব দিতে পারেন কিংবা জলে ডুব দিয়ে মন্দির দর্শন করতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ঘাট তৈরিতে খরচ ৪০ লক্ষ টাকা!

জানা গিয়েছে, সকলের প্ৰিয় ওল্ড দীঘার একদম শেষভাগে নাকি দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এই নতুন ঘাট তৈরির উদ্যোগ নিয়েছে। আর এই ঘাট তৈরী করতে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের খরচ হবে ৪০ লক্ষ টাকা। এই জগন্নাথ মন্দির কবে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ আচমকাই স্কুলে স্কুলে বাড়তি ছুটি, রাজ্য সরকারের কারণে ক্ষুব্ধ শিক্ষক থেকে অভিভাবকরা

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, অক্ষয় তৃতীয়া অর্থাৎ ৩০ এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুরীর জগন্নাথ মন্দিরের মতোও দীঘার মন্দিরে ধ্বজা থাকবে। পুরীতে যাঁরা ধ্বজা তোলেন, তাঁদের সঙ্গে কথা বলা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group