বুমরাহ না ফিরলে চ্যাম্পিয়নস ট্রফিতে দুই পেসার, তালিকায় KKR-র প্রাক্তন

Published on:

These 3 indian bowlers can get a chance as bumrah's replacement in the champions trophy 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট যত এগিয়ে আসছে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর চোট ততই চিন্তা বাড়াচ্ছে বোর্ড কর্তাদের। ব্যাক ইঞ্জুরি নিয়ে বিশ্রামে থাকাকালীন তাঁকে রেখেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে BCCI।

তবে শেষ পর্যন্ত যদি ফিট হয়ে বুমরাহর মাঠে ফেরা না হয়, সেক্ষেত্রে অগত্যা নির্ধারিত সময়ের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে বদল আনবে ভারত। এবার সেই সূত্র ধরেই জসপ্রীতের অনুপস্থিতির আশঙ্কাকে সামনে রেখে অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজের পাশাপাশি IPL-এর দুই গুরুত্বপূর্ণ বোলারকে কাজে লাগাবে ভারত।

বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস বিভাগের দায়িত্ব নেবেন সিরাজ!

20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করবে ভারত। তবে তার আগে রোহিতের দলের মূল চিন্তা পেস বোলিং। কেননা, টিম ইন্ডিয়ার পেসার বিভাগের মূল স্তম্ভ চোটের কারণে বাইরে। কাজেই নির্দিষ্ট সময়ের আগে তাঁর দলে ফেরা না হলে বিকল্প হিসেবে ভারতের আরেক অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দলে টানতে পারে ভারত। যেহেতু চোট নিয়ে বিশ্রামের কারণে বুমরাহর মিনি ওয়ার্ল্ডকাপ খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ তাই সেই পথ ধরে ছেঁটে ফেলা খেলোয়াড়কে দিয়ে কাজ চালাবে বোর্ড।

সিরাজের সাথে লড়াইয়ে রয়েছেন প্রাক্তন KKR পেসার

জসপ্রীতকে নিয়ে চিন্তার মাঝে মহম্মদ সিরাজের দল থেকে বাদ পড়ার ঘটনা যথেষ্ট হতাশ করেছিল সমর্থকদের। তবে বুমারাহ মাঠে না ফিরলে সিরাজকে যে ফের এন্ট্রি দেওয়া হতে পারে একথা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু সেই পথেও রয়েছে সমস্যা। বেশকিছু সূত্র বলছে, চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহর বদলি হিসেবে সিরাজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন প্রাক্তন KKR তারকা প্রসিদ্ধ কৃষ্ণা। হ্যাঁ, মনে করা হচ্ছে 17টি ওডিআই খেলা এই অভিজ্ঞ পেসারকে বুমরাহর অনুপস্থিতির সুযোগ দেওয়া হতে পারে।

অবশ্যই পড়ুন: বাজেটের আগেই বড় উপহার! অজস্র পদে নিয়োগের সিদ্ধান্ত নবান্নর, কারা পাবেন চাকরি?

সুযোগ পেতে পারেন বাংলার মুকেশও

সম্ভাবনা খুব একটা প্রবল না হলেও মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার পর আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে বুমরাহর বিকল্প হিসেবে উঠে আসছে বাংলার অভিজ্ঞ পেসার মুকেশ কুমারের নাম। বেশকিছু রিপোর্ট মারফত খবর, বিশেষ কারণবশত সিরাজ অথবা কৃষ্ণাকে পাওয়া না গেলে মিনি ওয়ার্ল্ড কাপে ভারতের জার্সি গায়ে নামানো হতে পারে 17টি টি-টোয়েন্টি ও 6টি ওডিআই খেলে সীমিত সুযোগে নিজের দক্ষতা প্রমাণকারি মুকেশক কুমারকে।

সঙ্গে থাকুন ➥