Indiahood-nabobarsho

বাজেটে কতটা বাড়বে DA? অঙ্ক কষছে রাজ্য সরকার, সুখবর পেতে পারেন কর্মীরা

Published on:

da

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই চলতি বছরের রাজ্য বাজেট পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনের আগে এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ ‘পূর্ণাঙ্গ বাজেট’। তাই এই বাজেট যে এবার একটু অন্যরকম হতে চলেছে সেই ব্যাপারে খানিক আশা করছেন সাধারণ মানুষ। এদিকে এই আবহে উঠে আসছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাজেটেই কর্মীদের DA বৃদ্ধি?

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। কিন্তু রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা হিসেবে পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। অর্থাৎ কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাৎ রয়েছে ৩৯ শতাংশ। তার উপর মোদী সরকার আগামী বছর থেকে অষ্টম পে কমিশন অনুমোদন দিয়েছেন। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন বাস্তবায়িত হওয়ার কথা। যার ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারিদের বেতন কাঠামোর মধ্যে আরও বিস্তর ফারাক তৈরি হতে চলেছে। তাই সেক্ষেত্রে এবার আশা করা যাচ্ছে যে ভোট পাওয়ার আশায় এবার হয়ত বাজেটে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে।

কতটা বাড়বে DA এর পরিমাণ?

উল্লেখ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা সংক্রান্ত আন্দোলন দীর্ঘদিন ধরে হয়েই চলেছে। এখনও এই সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে। শুনানির দিন ধার্য করা হলেও এখনও পর্যন্ত প্রত্যেক শুনানির দিন পিছিয়ে যাচ্ছে। তার ফলে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির ক্ষোভ খানিকটা বেড়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে, কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা কোনওভাবেই দেবে না রাজ্য সরকার। কারণ রাজ্যের সেই আর্থিক সঙ্গতি নেই। তাই যদি রাজ্যের এই বেতন কাঠামো কারও পছন্দ না হয় তাহলে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন। অর্থাৎ সরকার যে খুব একটা DA এর পরিমাণ বাড়বে না তা স্পষ্ট। কিন্তু তবুও আশা ছাড়ছে না কর্মীরা। তাই বাজেট অধিবেশন শুরুর আগে আপাতত DA নিয়ে অঙ্ক কষতে ব্যস্ত হয়ে পড়েছেন অর্থ দফতরের শীর্ষ আধিকারিকেরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বাড়ি হোক বা অফিস, ফ্ল্যাট! আরও কঠিন হল নির্মাণ, একগুচ্ছ নির্দেশিকা রাজ্য সরকারের

২০২৩ সালের বাজেট বক্তৃতার শেষ লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দেওয়া একটি চিরকুট পেয়ে ৩ শতাংশ DA ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা। আবার ২০২৩ সালে পার্কস্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধনে গিয়ে ৪ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা নিজেই। আর তাতেই সকলের ধারণা ক্ষমতা বজায় রাখতে এবারও তাই বাড়ানো হবে মহার্ঘ ভাতা। তবে শুধু সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নয় বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group