প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি বছর রমজান মাসে রাজ্য সরকার একের পর এক উদ্যোগ নিয়েই থাকে। এবারেও তার ব্যতিক্রম হবে না। দেখতে দেখতে প্রায় চলেই এল রমজান মাস। হাতে বাকি মাত্র আর এক মাস। তাই আর বেশ দেরি না করে রমজান মাসে রেশন সামগ্রী নিয়ে এবার বিশেষ ব্যবস্থা নিয়ে আলোচনায় বসল রাজ্য সরকার। আর সেই আলোচনায় এবার নেওয়া হল এক চমকপ্রদ সিদ্ধান্ত।
রমজান মাসে বড় উপহার রাজ্য সরকারের
জানা যাচ্ছে রাজ্য সরকার রমজান মাসে রেশন গ্রাহকদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করেছে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত ৬ কোটি রেশন গ্রাহককে রাজ্য সরকার কিছুটা ভর্তুকি দিয়ে এই খাদ্যসামগ্রী দেবে বলে জানা গিয়েছে। আর এই খাদ্য সামগ্রীর মধ্যে থাকবে ময়দা, চিনি ও ছোলা। প্রশাসন সূত্রে খবর পরিবার পিছু একদফায় প্রতিটি খাদ্যসামগ্রী এক কেজি করে দেওয়া হবে। সেক্ষেত্রে মোট কত পরিমাণ খাদ্যসামগ্রীর প্রয়োজন হবে তা আগামী ৩০ জানুয়ারির মধ্যে ডিলারদের ই-পস যন্ত্রের মাধ্যমে রাজ্য খাদ্যদপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
খাদ্য দপ্তরের প্রধান সচিবকে চিঠি রেশন ডিলারদের
কিন্তু রাজ্য সরকারের এই উদ্যোগে খানিকটা বেকায়দায় পড়েছে রেশন ডিলারদের একাংশ। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এই ব্যাপারে জানিয়েছেন আগে থেকে বিক্রয় মূল্য না জানালে খাদ্যসামগ্রীর বিশেষ প্যাকেজের চাহিদা কতটা হবে, তা বোঝা মুশকিল। তাই বিশেষ প্যাকেজের খাদ্যসামগ্রী কি পরিমাণ প্রয়োজন, তা বলার আগে দাম সম্পর্কে জানতে ইতিমধ্যেই খাদ্যদপ্তরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকিকে চিঠি দিয়েছেন।
আরও পড়ুনঃ ক্ষুব্ধ ED-র তদন্তে, আরজি কর কাণ্ডে দুর্নীতির বিচার শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
চটের বস্তায় খাদ্যসামগ্রী দেওয়ার আশ্বাস কেন্দ্রের
এদিকে গত সোমবার কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া কলকাতার একটি হোটেলে রাজ্য খাদ্যদপ্তর, FCI এবং CWC আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে রেশনের খাদ্য সরবরাহ ও পরিচালন ব্যবস্থা নিয়ে নানা কথোপকথন হয়। সেই বৈঠকে খাদ্যসামগ্রী প্রদানসংক্রান্ত নানা উদ্যোগ নিয়েও আলোচনা চলে। এমনকি কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য অর্থ নিয়েও আলোচনা হয়েছে সেখানে। এছাড়াও রেশন ডিলারস ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সচিব। জানা গিয়েছে এই বৈঠকেও রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দায় রাজ্য সরকারগুলিকে নেওয়ার কথাই বলেছেন তিনি। এবং খাদ্যসামগ্রী চটের বস্তায় ভরে সরবরাহ করা হবে বলেও আশ্বাস দিয়েছে কেন্দ্র।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |