Indiahood-nabobarsho

উচ্চপদস্থদের বিরুদ্ধে অভিযোগ, আরজি কর নির্যাতিতার বাবা-মাকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Published on:

rg kar case

প্রীতি পোদ্দার, কলকাতা: আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এদিকে আবার সঞ্জয় পালটা শাস্তি মকুবের দাবিতে হাই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্টোদিকে নির্যাতিতার বাবা-মা হাই কোর্টে স্পষ্ট জানিয়ে ফি যে, তাঁরা সঞ্জয়ের ফাঁসি চান না। যার ফলে আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের অবস্থান নিয়ে খানিকটা ধন্দ তৈরি হয়েছে। আর এই আবহে এবার সুপ্রিম কোর্ট নির্যাতিতার পরিবারকে নতুন করে মামলা আবেদন করার নির্দেশ জানিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্যাতিতার পরিবারকে জানায় যে, “আপনাদের আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত। আদালতে আজ যা-ই বলা হোক না কেন, সেটার সুদূরপ্রসারী প্রভাব পড়বে।” তার কারণ হাইকোর্টের নির্দেশে আরজি কর ঘটনায় তরুণী চিকিত্‍সক ও খুনের মামলার তদন্ত শুরু করেছিল CBI। সেই তদন্তের ভিত্তিতে যখন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে নিম্ম আদালত, তখন সিবিআই তদন্তে অসন্তুষ্ট নিহত চিকিত্‍সকের বাবা-মা। অভিযোগ CBI ঠিকভাবে তদন্ত করেনি। যা নিয়ে বেশ সমালোচনা হয় আইনজীবী মহলে।

নতুন করে মামলার আবেদনের নির্দেশ প্রধান বিচারপতির

এতে নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী বলেন, “আমরা তার আগে আবেদন করেছিলাম। এখানে কিছু অভিযোগ রয়েছে আমাদের। কিছু ব্যক্তির নাম রয়েছে, যাঁরা উচ্চপদে আসীন রয়েছেন। তাঁদের একটা ভূমিকা রয়েছে এই মামলায়, যা তুলে ধরতে চেয়েছিলাম।” এর পরই নতুন করে আবেদন করতে বলেন প্রধান বিচারপতি। এক সপ্তাহের মধ্যে নতুন করে আবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নির্যাতিতার পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ CBI-র আইনজীবীর

এর পর নির্যাতিতার মা-বাবার উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “নতুন করে আবেদন জমা করুন। আপনাদের পক্ষে সেটা ভাল হবে। এটা প্রত্যাহার করে নতুন করে আবেদনপত্র জমা করুন। এখানে যা যা বিবৃতি বা অভিযোগ রয়েছে, তা কিন্তু হলফনামায় বলতে হবে। তাই আপনাদের পক্ষে নতুন করে মামলা করলে ভাল হবে।” এদিকে আদালতে নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে CBI এর আইনজীবী তুষার মেহেতা রীতিমতো বিস্ফোরক সওয়াল করেন। তাঁর বক্তব্য, তদন্তের মাঝপথে এভাবে তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্যাতিতার বাবা-মা যে আবেদন করেছেন, তাতে একপ্রকার উপকার হবে দোষীদের।

আরও পড়ুনঃ ক্ষুব্ধ ED-র তদন্তে, আরজি কর কাণ্ডে দুর্নীতির বিচার শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

এখানেই থেমে থাকেনি CBI এর আইনজীবী তুষার মেহেতা। তিনি আরও জানান, তাঁর কাছে নির্যাতিতার বাবা-মায়ের সব প্রশ্নের জবাব আছে। চাইলেই সেই জবাব তিনি দিতে পারেন। কিন্তু তার আগেই আদালত জানিয়ে দেয়, সেটার কোনও প্রয়োজন নেই। তবে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানিয়েছেন, শিয়ালদা আদালতে সঞ্জয় রায় সাজা পেলেও, তাঁদের প্রশ্নের উত্তর অধরা রয়ে গিয়েছে। যত সময় এগোচ্ছে সন্দেহ আরও বাড়ছে তাঁদের। তাই দ্রুত CBI জবাব দিক বা আদালত হস্তক্ষেপ করে CBI-কে নির্দেশ দেওয়ার আর্জি জানান নির্যাতিতার পরিবারের আইনজীবী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group