Indiahood-nabobarsho

বিয়ের মরসুমে সোনার দাম বাড়ল না কমল? জানুন এক ক্লিকেই

Published on:

gold silver rate

শ্বেতা মিত্র, কলকাতা: সামনেই রয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। আর এই বাজেটের আগে সোনা ও রুপোর দামে (Gold Silver Rate) ওঠানামা অব্যাহত রয়েছে। এমনিতেই এখন বিয়ের মরসুম চলছে। ফলে সকলেরই নজর রয়েছে এই দামের ওপর। শুধু তাই নয়, আসন্ন বাজেটে সরকার এই সোনা ও রুপোর দাম নিয়ে কোনও ঘোষণা করে কিনা সেদিকেও নজর রয়েছে আমজনতার। যাইহোক, আজ বুধবার আপনারও কি সোনা বা রুপো কেনার প্ল্যান রয়েছে? তাহলে জেনে নিন আজ কলকাতা শহরে কত টাকায় মিলছে সোনা ও রুপো।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কলকাতায় আজকের সোনার দাম

ইতিমধ্যে সোনার দাম ৮০ হাজারের গন্ডি পেরিয়েছে। আগামী কিছু মাসের মধ্যে এই দাম আরও আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা করছে ব্যবসায়িক মহল। যাইহোক, আজ বুধবার দাম ফের বেশ খানিকটা বেড়েছে। ২২, ২৪ এবং ১৮ ক্যারেটে বেশ অনেকটাই দাম বেড়েছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ঠিক কতটা পরিমানে এই দাম বেড়েছে? তাহলে বিশদে জানতে নজর রাখুন লেখাটির ওপর।

২২ ক্যারেট সোনার দাম

গতকাল মঙ্গলবার যেখানে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৫,১০০ টাকা ছিল, আজ সেই দাম ৮৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৫,৯৫০ টাকায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২৪ ক্যারেট সোনার দাম

অন্যদিকে গতকাল মঙ্গলবার ২৪ ক্যারটে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮১,৯৩০ টাকা সেখানে আজ ৯২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮২, ৮৫০ টাকায়।

রুপোর দাম

এবার আসা যাক রুপোর দাম প্রসঙ্গে। বুধবার রুপোর দামে কোনো পরিবর্তন হয়নি। আজ কলকাতা শহরে ১০০ গ্রাম রুপো বিক্রি হচ্ছে ৯৬৫০ টাকায়। এছাড়া এক কেজি রুপো বিক্রি হচ্ছে ৯৬,৫০০ টাকায়।

আরও পড়ুনঃ কলকাতায় তৈরি হল নতুন রাস্তা, চিংড়িঘাটায় যানজট নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ, জানুন রুট

এভাবে জানুন Gold Rate

আপনি কিন্তু বাড়িতে বসেই শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে সোনা ও রুপোর দর জেনে নিতে পারেন। কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত শনিবার ও রবিবার আইবিজেএ দ্বারা হারগুলি প্রকাশ করা হয় না। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এরপরেই আপনার ফোনের এসএমএসের মাধ্যমে রেট চলে আসবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com ভিজিট করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group