পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর মাত্র ২৪ ঘন্টার কিছু বেশি সময় বাকি জানুয়ারি মাস শেষ হতে। তারপরেই ১লা ফ্রেবুয়ারী প্রকাশ্যে আসবে বাজেট ২০২৫ (Budget 2025)। পার্লামেন্টে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বাজেটের ঘোষণা করবেন। ট্যাক্স স্ল্যাব বদল থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশনের বৃদ্ধি তো আছেই, নতুন DA এর হার থেকে সঞ্চয়ী প্রকল্প নিয়ে কি ঘোষণা আসতে চলেছে তা জানার জন্য এখন থেকেই উৎকন্ঠা বাড়তে শুরু করেছে আমজনতার। কী কী ঘোষণা মিলতে পারে ২০২৫ সালের বাজেটে? চলুন দেখে নেওয়া যাক বিশেষজ্ঞদের মত।
ইনকাম ট্যাক্স
এবছর বাজেটে আয় কর বা ইনকাম ট্যাক্স স্ল্যাবে বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলে ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় ট্যাক্স ফ্রি করে দেওয়া হতে অপরে। তবে বছরে ১৫ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা আয় করল ২৫% ট্যাক্স দিতে হতে পারে। এখন বাস্তবে কোনটা হতে চলেছে সেটা আর দু এক দিনের মধ্যেই জানা যাবে।
পিএম কিষাণ যোজনা
বর্তমানে প্রধানমন্ত্রী কিষান যোজনার মাধ্যমে প্রতিবছর কৃষকদের ৬০০০ টাকা করেদেওয়া হয়। তবে এবার জানা যাচ্ছে এই টাকার অঙ্ক বাড়িয়েপড়ে দ্বিগুন করতে দেয়া হতে পারে। অর্থাৎ পিএম কিষান যোজনায় ১২,০০০ টাকা পর্যন্ত দেওয়ার ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
কিষাণ ক্রেডিট কার্ড
দেশের গরিব চাষিরা যাতে সহজেই ব্যাঙ্ক থেকেই ঋণ নিতে পারেন ও কম সুদে ঋণ পান তার জন্য কিষান ক্রেডিট কার্ড চালুকরা হয়েছে। বর্তমিনা এই কার্ডের মাধ্যমে ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যেতে পারে। তবে জানা যাচ্ছে এই লোনের পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দেওয়া হতে পারে বাজেট ২০২৫ এ।
স্ট্যান্ডার্ড ডিডাকশন
এবছর প্রি বাজেট মিটিংয়েই পুরোনো ও নয়া দুই ধরণের ট্যাক্স রিজিমের ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে জানায় হয়েছিল। সেই মত বেশ কিছু ডিডাকশনের পরিমাণ বাড়ানো হতে পারে বলেমনে করা হচ্ছে। যদি সেটা হয় তাহলে করদাতারা কিছুটা হলব স্বস্তি পাবেন।
সঞ্চয়ী প্রকল্প
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেমন PPF, NSC, সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের মত স্কিমগুলির ক্ষেত্রে বেশ কিছু নিয়মের বদল ঘোষণা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তাছাড়া এই প্রকল্পগুলির ক্ষেত্রে প্রযোজ্য সুদের হারও পাল্টে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা, বাতিল VVIP পাস, বদলাচ্ছে পুণ্য স্নানের জায়গা! ৫ নিয়ম বদল মহাকুম্ভে
লং টার্ম ক্যাপিটাল গেইন
বাজেটে লং টার্ম ক্যাপিটাল গেইন বা LTCG এর উপর জারি হওয়া ট্যাক্সের হার বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সেটা আদৌ হবে কি না সেটা বাজেট প্রকাশ্যে এলেই বুঝতে পারা যাবে।
ইন্সুরেন্স নিয়ে ঘোষণা
বাজেট ২০২৫ এ বীমা নিয়ে বড় ঘোষণা মিলতে পারে বলে জানা যাচ্ছে। এসবিআই এর জেনারেল ইন্সুরেন্স এমডি তথা সিইও এর মতে ২০৪৭ সালের মধ্যে সকলের একটি করে বীমা থাকা উচিত। এর যে অন্য বাজেটে বড় ঘোষণা হতে পারে। তাছাড়া ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমার ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।
আবাস প্রকল্প
ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার দৌলতে ঘর তৈরী করার কাজ চলছে। তবে এবার জানা যাচ্ছে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত দামের ঘর বা ফ্লাট কেনার জন্য সরকারের তরফ থেকে হোম লোনের উপর সাবসিডি দেওয়া হয়। তবে এবার এটা আরও বাড়িয়ে ৫০ লক্ষ টাকার হোম লোনের ক্ষেত্রেও লাগু করা হতে পারে।
আরও পড়ুনঃ এপারে ঢুকে গর্ত খুঁড়ছিল বাংলাদেশিরা, দেখেই ভারতীয়রা যা করল… সীমান্তে ফের উত্তেজনা
প্রবীণদের জন্য ঘোষণা
আসন্ন ইউনিয়ান বাজেট ২০২৫-এ দেশের প্রবীণ নাগরিকদের জন্য একাধিক ঘোষণা থাকতে পারে বলেই আশা করা হচ্ছে। সিনিয়ার সিটিজেনদের জন্য হেলথ ইন্সুরেন্স প্রিমিয়াম লিমিট ৫০,০০০ থেকে বাড়িয়ে ১,০০,০০০ টাকা করে দেওয়া হতে পারে। তাছাড়া যারা ন্যাশনাল পেনশন স্কিমে (NPS) টাকা রেখেছেন তাদের জন্যও সুখবর মিলতে পারে বলে আশা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |