Indiahood-nabobarsho

পাঁচ জনের নাম চূড়ান্ত, দুজনকে নিয়ে রহস্য! চতুর্থ T20-তে একাদশ সাজাতে হিমশিম খাচ্ছে টিম ইন্ডিয়া

Published on:

India is in doubt about making playing 11 with 2 indian cricketers 3

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে হারের যন্ত্রণায় মলম লাগাতে মাঠে নামবে সূর্য কুমার যাদবের দল। কাজেই শেষ ম্যাচের ব্যর্থতাকে সামনে রেখে শুক্রবার ভারতীয় দল যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে ইংলিশ বাহিনীর বিরুদ্ধে কোমর বাঁধার আগে দলের ব্যর্থ খেলোয়াড়দের ভার কমিয়ে বিকল্পদের মাঠে নামাবে বোর্ড। সেই সূত্র ধরেই আগামীকাল মাঠ দখলের সুযোগ রয়েছে 4 ভারতীয় ক্রিকেটারের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এন্ট্রি নিতে পারেন রিঙ্কু সিং

পিঠের নিচের অংশে ইঞ্জুরির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামা হয়নি রিঙ্কু সিংয়ের। আশা ছিল, যন্ত্রণা কাটিয়ে হয়তো চতুর্থ টি-টোয়েন্টিতে পাড়ি জমাবেন KKR তারকা। এবার সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে। বেশ কিছু সূত্র মারফত খবর, রিঙ্কুর শারীরিক অবস্থা খতিয়ে দেখে সবুজ সংকেত পেলে শুক্রবার তাকে মাঠে নামাতে পারে ম্যানেজমেন্ট।

দলে ফিরছেন আর্শদীপ!

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে পেসার আর্শদীপ সিংকে বিশ্রামে পাঠিয়েছিল দল। জল্পনা ছিল তার দলে ফেরা নিয়ে। তবে চতুর্থ টি টোয়েন্টির প্রাক্কালে দাঁড়িয়ে উঠে আসছে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য। মনে করা হচ্ছে, আগামীকালের ম্যাচে তাকে নিয়েই জস বাটলারদের রানের ঝুলিতে ছুরি বসাবে ভারত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিবম দুবে ও রমনদীপের মধ্যে সংশয়

চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের তরুণ তারকা নিতিশ কুমার রেড্ডি। ফলত তার বিকল্প হিসেবেই টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা হয়েছিল আরেক তরুণ প্রতিভা শিবম দুবের। তবে দুর্ভাগ্য, স্কোয়াডে থাকলেও এখনও পর্যন্ত দলে জায়গা হয়নি তার।

বেশ কিছু সূত্র বলছে আগামীকালের ম্যাচে দুবেকে খেলাতে পারে ম্যানেজমেন্ট। তবে সেই পথেও রয়েছে সংশয়। ওয়াকিবহাল মহলের দাবি, শিবম দুবে নয়, স্কোয়াডে থাকা রমনদীপকে কালকের ম্যাচে কাজে লাগাতে চাইছে ভারত। শেষ পর্যন্ত দুজনের মধ্যে কার মাঠে নামা হয় তা জানা যাবে কালকের ম্যাচেই।

বাদ পড়বেন রবি বিষ্ণোই ও ধূব জুরেল!

ইংল্যান্ড সিরিজে দলের স্পিন অ্যাটক শক্তিশালী করতে রবি বিষ্ণোইয়ের কাঁধে ভরসার হাত রেখেছিল ম্যানেজমেন্ট। সেই মতো ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও জায়গা হয়েছে তার। তবে পরিসংখ্যান বলছে, সেভাবে বাটলার বাহিনীর বিরুদ্ধে জ্বলে উঠতে পারেননি তিনি। যেখানে বরুণ চক্রবর্তী বিগত 3 ম্যাচে 10টি উইকেট নিয়েছেন সেই সমগোত্রীয় পরিস্থিতিতে দাঁড়িয়ে রবির ঝুলিতে এসেছে মাত্র 1টি উইকেট।

মনে করা হচ্ছে, এবার খেলোয়াড়ের এই ব্যর্থতাকে সামনে রেখেই তাকে ছাঁটাই করবে বোর্ড। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর বিষ্ণোইয়ের পাশাপাশি নিজের ব্যর্থতার পরিধি কমাতে পারেননি ভারতের আরেক তরুণ ধ্রুব জুরেলও। তাই সম্ভবত গতকালের ম্যাচে তাকে দলে রেখে বিপদ বাড়াতে চাইবেন না অধিনায়ক সূর্য কুমার। প্লেয়িং ইলেভেন থেকে তার বাদ পড়া এক প্রকার নিশ্চিত।

আগামীকালের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শিবম দুবে/রমনদীপ সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের নতুন বিদেশির মুখে ISL-এ ফুটবলের গুণগত মান

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group