৪৫,০০০ বেসিক স্যালারি হলে নয়া পেনশন সিস্টেমে মিলবে কত? দেখে নিন হিসেব

Published on:

indian money business

পার্থ সারথি মান্না, কলকাতাঃ অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন পেনশনের অপশন চালু করা হয়েছে। যে সমস্ত কর্মীরা ১লা জানুয়ারি ২০০৪ সালের পর জয়েন করেছেন ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় তাঁরা চাইলে NPS এর আওতায় ইউনিফায়েড পেনশন স্কিম বা UPS কে বেছে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয়া ইউনিফাইয়েড পেনশন সিস্টেম বা UPS

নতুন পেনশন স্কিমের আওতায় এলে ২৩ লক্ষেরও বেশি কর্মীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে সরকারের অবদান আগের বেসিক মাইনে ও মহার্ঘ ভাতা তুলনায় ১৮.৫% বাড়বে। একইসাথে কর্মীরাও পেনশনের জন্য ১০% অবদান রাখতে পারবেন।

এই পেনশন সিস্টেম বেছে নিলে কেন্দ্রীয় সরকারি ক্রীড়া নিশ্চিত পেনশন ও অবসরের সময় একটা গ্যারেন্টীড মোটা টাকা পাবেন। যেটা নির্ভর করবে ওই  ব্যক্তি কতদিন কাজ করেছেন তার উপর। অর্থাৎ কেউ চাইলে ২৫ বছর কাজ করার পর এককালীন মোটা টাকা ও পেনশন নিয়ে ভলিন্টিয়ারি রিটায়ারমেন্ট নিতে পারেন। আবার চাইলে ৬০ বছর পর্যন্ত কাজ করার পরেও অবসর নিতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এককালীন কতটাকা পাওয়া যাবে?

UPS এর যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটা অনুযায়ী (১/১০ X মোট বেতন) X L এই ফর্মুলাতে এককালীন পেমেন্টের অঙ্ক নির্ধারিত হবে। এখেনা L এর অর্থ যতগুলি ৬ মাস কাজ করেছেন। এর উপরেই যে কোনো ব্যক্তির পেনশন করপাস নির্ভর করবে।

এছাড়া প্রতিটি শেষ ছয় মাসের জন্য মাসিক প্রাপ্য বেতন এর10% হারে (বেসিক বেতন + প্রিয়তা ভাতা) সুপারেনুয়েশনে একটি একক অঙ্কের অর্থ প্রদানের অনুমতি দেওয়া হবে। এই এককালীন পেমেন্ট যে অঙ্কটা পাওয়া উচিত সেটার পরিমাণকে কোনোভাবে প্রভাবিত করবে না।

আরও পড়ুনঃ এবার বাতিল হবে স্বাস্থ্যসাথী প্রকল্প? মামলা হতেই বড় রায় দিল হাইকোর্ট

উদাহরণ সহ হিসেবে

যদি কোনো ব্যক্তির অবসরের সময় বা ভিলিন্টিয়ারি রিটায়ারমেন্টের সময় বেসিক বেতন হয় ৪৫,০০০ টাকা ও ৫৩% হারে DA হয় ২৩,৮৫০ টাকা তাহলে মোট মাইনে হয় ৬৮,৮৫০ টাকা। সুতরাং ফর্মুলা অনুযায়ী এককালীন প্রদেয় অর্থ হবে (১/১০ X ৬৮,৮৫০) X L। এক্ষেত্রে ওই ব্যক্তি কতমাস কাজ করেছে সেটার উপর এককালীন টাকার হার নির্ভর করবে। যদি ২০ বছর কাজ করে থাকে তাহলে ১,৩৭,৭০০ টাকা যদি ৩০ বছর কাজ করে থাকে তাহলে ২,০৬,৫৫০ টাকা ও ৪০ বছর কাজ করে থাকলে ২,৭৫,৪০০ টাকা পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group