Indiahood-nabobarsho

বড় সিদ্ধান্ত, আচমকাই এই কর্মীদের ৪% DA বৃদ্ধি করল সরকার

Published on:

dearness allowance

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছরের শুরুতেই অবশেষে দারুণ সুখবর পেলেন পরিবহণ কর্মীরা। অবশেষে তাঁদের ডিএ বা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করল রাজ্য সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের হাজার হাজার কর্মচারী। সবথেকে বড় কথা, পরিবহণ কর্মীদের এক ধাক্কায় ৪ শতাংশ অবধি DA বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৪ শতাংশ ডিএ বৃদ্ধি করল সরকার

আসলে গুজরাট রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (জিএসআরটিসি) কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার। স্বরাষ্ট্র ও পরিবহন প্রতিমন্ত্রী হর্ষ সাংভির ঘোষণা অনুসারে, এই ব্যবস্থার ফলে GSRTC কর্মীদের জন্য ডিএ ৫০ শতাংশ করা হবে।

সাংভি টুইট করে লেখেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এসটি কর্পোরেশনের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বাড়ানোর ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, এই বর্ধিত ডিএ-র বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে এসটি কর্পোরেশনের কর্মচারীরা মোট ১২৫ কোটি টাকারও বেশি সুবিধা পাবেন। বিস্তারিত নির্দেশ শীঘ্রই জারি করা হবে।” উল্লেখ্য, গত মাসে গুজরাট সরকার তার রাজ্য কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অন্যান্য কর্মীদেরও ডিএ বৃদ্ধি

ডিএ বৃদ্ধি করে, সরকার তার কর্মচারীদের দ্বারা সম্মুখীন মুদ্রাস্ফীতির চাপ মোকাবেলা করার লক্ষ্য নিয়েছে। যাইহোক, সরকারের এহেন সিদ্ধান্তে সব মিলিয়ে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ কর্মী বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group