স্বাস্থ্যস্কিম নিয়ে জারি নয়া নির্দেশিকা, বড় খবর কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনশনভোগীদের জন্য

Published on:

cghs issues new guideline to get approval for medical facilities

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য জারি হল নয়া নির্দেশিকা। আগে থেকে আরও সহজ করা হল স্বাস্থ্য দফতরের থেকে বেশ কিছু জিনিসের জন্য অনুমতি পাওয়া। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত খুশির হাসি ফুটেছে কর্মীদের মুখে। কি কি ঘোষণা হল নির্দেশিকায়? চলুন জেনে নেওয়া যাক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন্দ্রীয় সরকাররের স্বাস্থ্য স্কীমের নয়া নির্দেশিকা জারি | CGHS New Guidelines Issued

যেমনটা জানা যাচ্ছে, নতুন নির্দেশিকায় আগে থেকে অনেকটাই সহজ করে দেওয়া হল CPAP, BPAP ও অক্সিজেন কনসেনট্রেটর নেওয়ার জন্য অনুমতি নেওয়ার পক্রিয়া। পেপার ওয়ার্ক কমিয়ে অনুমতি নেওয়ার গোটা প্রক্রিয়ায় সময় কমাতে ও কর্মচারিদের সুবিধার জন্য সম্পূর্ণ বদলে দেওয়া হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত

এখন থেকে কিভাবে করতে হবে আবেদন?

নয়া নির্দেশিকার অ্যানেক্সার – ১ অনুযায়ী, কর্মচারীরা এখন থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ও সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে ইমেলের মাধ্যমে নির্দিষ্ট জোনের অফিসে পাঠিয়ে দিতে হবে। একেত্রে যদি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে হয় স্পিড স্ক্যানার না থাকে। সেক্ষেত্রে স্পিড পোস্ট অফিসের মাধ্যেম নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে হবে। আর যে স্বাস্থ্যকেন্দ্রে হাই স্পিড স্ক্যানার নেই, তাদের সেটা কিনে নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে জানতে পারবেন স্ট্যাটাস?

এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আবেদন গ্রহণ হয়ে গেলে বা অনুমতি পাওয়া গেলে কিভাবে জানা যাবে? এক্ষেত্রে যে ইমেল দ্বারা ডকুমেন্টস মেল করা হবে সেখানেই অনুমতি গ্রাহ্য হলে তার সফ্ট কপি পাঠিয়ে দেওয়া হবে। এভাবেই গোটা স্বাস্থ্য প্রক্রিয়াকে ডিজিটালাইজেশন করা হবে।

আরও পড়ুনঃ DA বৃদ্ধি থেকে নিয়োগ, রাজ্য বাজেটে কপাল খুলতে পারে প্যারাটিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের

রাখা হবে কর্মীদের ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড

কর্মীদের দ্বারা করা সমস্ত আবেদন স্ক্যানারের মাধ্যমে পাঠানো হওয়ার ফলে সরকরের কাছে একটি ডিজিটাল রেকর্ড রাখা হবে। এই রেকর্ড অনুযায়ী ভবিষ্যতেও কোনো আবেদন করা হলে তার অনুমতি দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এক্ষেত্রে প্রত্যেক কর্মচারীদের জন্য একটি করে ইউনিক আইডি ও ই-ফাইল নাম্বার তৈরী করে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group