প্রীতি পোদ্দার, কলকাতা: ইতিমধ্যে শীতের বিদায়পর্ব শুরু হয়ে গিয়েছে রাজ্যে। জানুয়ারি মাসের আজ শেষ দিন। কিন্তু জাঁকিয়ে শীত একদমই দেখা গেল না। আর তার অন্যতম প্রধান কালপ্রিট হল পশ্চিমী ঝঞ্ঝা। একের পর এক ঝঞ্ঝাট লেগেই রয়েছে। তার উপর আবার বঙ্গে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্যে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে। আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে উত্তর-পশ্চিম ভারতে। বাড়বে পূবালী হাওয়ার দাপট।
সরস্বতী পুজোর আগেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে জেলায়-জেলায়। শীতের আমেজ আরও ফিকে হয়েছে। আলমারিতে নিজের জায়গায় ফিরছে সোয়েটার, চাদর, টুপি। এই বছর যেন তেমন প্রভাবই পড়ল না চরম ঠান্ডার। যার দরুন বেশ চটে রয়েছে শীত প্রেমীরা। বেলা গড়াতে না গড়াতেই কপাল দিয়ে ঘাম ঝরছে। আর তাতেই প্রশ্ন উঠছে তবে কি শেষ বারের জন্য শীত জাঁকিয়ে পড়বে না বঙ্গে! চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর শুষ্ক আবহাওয়ার মধ্যেই পশ্চিমবঙ্গে পারদ আরও চড়বে। আগামী চারদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অর্থাৎ শীত তো দূরের কথা, শীতের ন্যূনতম অনুভূতি থাকবে না বঙ্গে। পশ্চিমের জেলাতেও একই অবস্থা থাকবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। এমনকি রাতের দিকে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। সরস্বতী পুজোর দু’দিনই শুষ্ক থাকবে উত্তরবঙ্গ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |