এবার মিলবে ১ লক্ষ টাকা! সিভিক ভলিন্টিয়ারদের নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের

Published on:

big announcement for civic volunteers

পার্থ সারথি মান্না, কলকাতাঃ গতবছরের অগাস্ট মাস থেকেই সিভিক ভলিন্টিয়ারদের (Civic Volunteer) নিয়ে তোলপাড় হয়েছিল সর্বত্র। ২০১১ সালে পুলিশের সাহায্য করার জন্য গোটা রাজ্য জুড়ে ব্যাপক পরিমাণে সিভিক নিয়োগ করা হয়। বর্তমানে প্রায় ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলিন্টিয়ার কর্মরত রয়েছেন। এবার তাদের জন্যই এল বিরাট ঘোষণা।

সিভিক ভলিন্টিয়ারদের জন্য বড় ঘোষণা

পুলিশের কাজ দ্রুততার করতে সাহায্য করার জন্য সিভিকদের নিয়োগ হয়েছিল। ফলে সকাল থেকে রাত্রি সর্বদাই পুলিশের সাথে নানা ধরণের কাজ করতে হয় তাদের। কিন্তু পুলিশের তুলনায় মাইনে অনেকটাই কম। বর্তমানে একজন সিভিক ভলিন্টিয়ারের মাইনে মাত্র ১০,০০০ টাকা। এই টুকু টাকায় সংসার চালানো বেশ কঠিন, এদিকে প্রয়োজনে লোন চাইতে গেলেও ব্যাঙ্ক ফিরিয়ে দেয়। তবে এবার আর তেমনটা হবে না! কারণ সিভিকদের জন্য এল বড় ঘোষণা।

কেন লোন পান না সিভিকেরা?

কম মাইনের জেরে যেখানে ব্যাঙ্ক থেকে লোন না পাওয়ায় বাইরে থেকে অতিরিক্ত সুদে টাকা ধার করতে হয় বহু সিভিক ভলিন্টিয়ারদের। তাই এই সমস্যার সমাধানের জন্য নবান্নকে জানানো হয়। খোঁজ করে দেখা গেল চুক্তির জেরেই শুরু গন্ডগোল। রাজ্যের সমস্ত সিভিক ভলিন্টিয়ারদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। সেখানে চুক্তিভিত্তিক নিয়োগ বলা রয়েছে একইসাথে লোন নিতে পারবেন এমন কোনো উল্লেখ নেই। যে কারণে তারা চাইলেও ব্যাঙ্ক থেকেই লোন পান না।

এবার সহজেই ১ লক্ষ টাকার লোন

ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদের সাথে কথা হয়েছে সরকারের বিভাগীয় প্রধানদের। SBI নয়, অন্য একটি ব্যাঙ্কের তরফ থেকে পজিটিভ সাড়া মিলেছে। তারপরেই জানা যাচ্ছে, নতুন করে চুক্তি করা হচ্ছে, যার ফলে এবার থেকে ১ লক্ষ টাকার লোন পেতে পারবেন সিভিক ভলিন্টিয়াররা। তবে এক্ষেত্রে কিছু বিশেষ শর্ত মানতে হবে। ঋণ নেওয়ার জন্য ব্যাঙ্কের কাছে কোনো জমি বা বাড়ি যার বর্তমান ভ্যালু ১ লক্ষ টাকার বেশি সেটা জমা রাখতে হবে।

আরও পড়ুনঃ সব দাবিই মিটে যাবে, বাজেটে DA বৃদ্ধির জল্পনার মধ্যেই বিরাট মন্তব্য সরকার পক্ষের

এখানেই শেষ নয়, SBI এর এতে চুক্তি বাতিল হওয়ায়, নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যেটা ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ করা হবে বলে জানা যাচ্ছে। যদি তেমনটা হয় তাহলে, আর্থিক প্রয়োজনে ব্যাঙ্ক থেকেই কম সুদে লোন নিতে পারবেন সিভিক ভলিন্টিয়াররা। এই ঘোষণা আসার পর স্বাভাবিকভাবেই বেশ খুশি রাজ্য সরকারের চুক্তিভিত্তিক সিভিকেরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥