বাজেটের আগেই মিলল সুখবর, দাম কমল LPG-র

Published on:

lpg gas cylinder

শ্বেতা মিত্র, কলকাতা: নতুন মাসের শুরুতেই এল দীর্ঘ প্রতীক্ষিত সুখবর। আর কিছু ঘন্টার মধ্যে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। তবে তার আগেই এক ধাক্কায় অনেকটা কমল এলপিজির দাম (LPG Price)। হ্যাঁ ঠিকই শুনেছেন। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন শহরে কত টাকা অবধি দাম কমল? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

দাম কমল LPG-র

আসলে ভারতে তেল বিপণন সংস্থাগুলি ১৪ কেজির গার্হস্থ্য সিলিন্ডার এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম নির্ধারণ করে। প্রতি মাসের প্রথম দিনে LPG সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। এটি সিএনজি এবং পিএনজির দাম নির্ধারণ করে। আজও সেটার ব্যতিক্রম ঘটল না। আজ এক কথায় দেশের সাধারণ বাজেটের ঠিক আগে সাধারণ মানুষ পেয়েছে দারুণ খবর। আজ ১ ফেব্রুয়ারি সকালে ফের একবার সিলিন্ডারের দাম কমিয়েছে সরকারি তেল বিপণন সংস্থাগুলি।

WhatsApp Community Join Now

এদিকে, ওএমসিগুলি বিমানের জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যা বিমান ভ্রমণকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে। এলপিজি সিলিন্ডার এবং এটিএফের নতুন দাম আজ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

এলপিজি সিলিন্ডারের দাম কতটা কমেছে?

১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে তেল কোম্পানি। দাম কমেছে ৭ টাকা। আজ শনিবার, ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তবে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

  • দিল্লিতে দাম ১৭৯৭.০০ টাকা।
  • কলকাতায় দাম ১৯০৭.০০ টাকা।
  • মুম্বইতে দাম ১৭৪৯.৫০ টাকা।
  • চেন্নাইতে দাম ১৯৫৯.৫০ টাকা।

দাম বাড়ল এটিএফ-এর

ওএমসিগুলি বিমান জ্বালানির দাম বাড়িয়েছে। এটিএফের দাম প্রতি কিলোলিটারে ৫০৭৮.২৫ টাকা বাড়ানো হয়েছে। এর আগে জানুয়ারিতে এটিএফ প্রতি কিলোলিটারে ১৪০১.৩৭ টাকা কমেছিল। ডিসেম্বরে প্রতি কিলোলিটারে বেড়েছে ১৩১৮.১২ টাকা। নভেম্বরেও প্রতি কিলোলিটারে দাম বেড়েছিল ২,৯৪১.৫ টাকা।

সঙ্গে থাকুন ➥
X