সকাল সকাল একাধিক জেলায় জারি সতর্কতা, হবে বৃষ্টিও! আজকের আবহাওয়া

Published on:

saraswati puja weather

শ্বেতা মিত্র, কলকাতা: আজ সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে রয়েছে ৮ থেকে ৮০ সকলে। কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার। সেইসঙ্গে কুয়াশা তো রয়েছেই। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গে পারদ চড়ছে এবং আগামী দিনেও চড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাওয়ায় দক্ষিণবঙ্গের মানুষ গরম অনুভব করতে পারেন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। আজ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট রয়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে শীতের দাপট ফের একবার অনুভব করবেন নগরবাসী। যাইহোক আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে আজ কুয়াশা থাকবে। এছাড়া দু’দিন সকালের দিকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঠান্ডা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়া জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের কথা বললে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকবে। যদিও হাড় কাঁপানো ঠান্ডা থাকবে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়। হতে পারে বৃষ্টিও।

আগামীকালের আবহাওয়া

এবার আসা যাক সোমবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। সোমবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলাতে। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে থাকবে । তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নীচেও নেমে আসতে পারে। এছাড়াও কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । কুয়াশা থাকবে কলকাতা শহরেও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥