দিনে ২ ঘন্টা দিয়ে শুরু করুন পার্ট টাইম ব্যবসা, প্রতিমাসে আয় হবে চাকরির ডবল টাকা

Published on:

part time organic soap business

পার্থ সারথি মান্না, কলকাতাঃ একটু বেশি টাকা আয় করার ইচ্ছা সকলেরই থাকে। তবে একদিকে যেমন বাজারে ভালো চাকরি সেভাবে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে তেমনি চাকরি করলেও তাতে আয় সেভাবে বাড়ছে না। তাই পার্টটাইম ইনকাম বা দ্বিতীয় আয়ের উৎস খুঁজছেন অনেকেই। আপনিও যদি এমন কিছু করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি আপনারই জন্য, যেটা শুরু করলে আপনি বাড়ি থেকেই মাসে লক্ষ টাকা অবধি আয় করতে পারবেন।

আমাদের সাথে যুক্ত হন Join Now

ইউনিক ব্যবসার আইডিয়া | Unique Business Idea

হাজারো ব্যবসার মাঝে সঠিক ব্যবসা বেছে নেওয়াটাও একটা বড় ব্যাপার। কারণ অনেকেই ব্যবসা শুরু করেন কিন্তু সেটা কিছুদিন পর বন্ধ করে দিতে হয়। তাই এমন কিছু শুরু করতে হবে যেটা অল্প সময় দিয়েই করা যাবে আর মাসের শেষে মোটা আয় হবে। আজকে এমনই একটি কাজ অর্গানিক সাবানের ব্যবসার সম্পর্কে জানাবো আপনাদের। এটি বাড়ির গৃহবধূ থেকে শুরু করে যে কেউ বাড়ি থেকেই শুরু করতে পারেন।

অর্গানিক সাবানের ব্যবসা | Organic Soap Business

আজকাল অনেকেই নিজেদের ত্বকের যত্নের জন্য ক্ষতিকারক কেমিক্যালযুক্ত সাবান বা বিউটি প্রোডাক্টস ব্যবহার কমিয়েছেন। এক্ষেত্রে অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্টসের চাহিদা বাড়ছে হু হু করে। তাই আপনি বাড়ি থেকেই ছোট করে অর্গানিক সাবানের ব্যবসা চালু করতে পারেন যেটা মাসের শেষে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত ইনকাম দিতে পারে। কিভাবে শুরু করবেন? নিচে রইল বিস্তারিত তথ্য।

Whatsapp Broadcast Join Now

কীভাবে শুরু করবেন অর্গানিক সাবানের ব্যবসা?

সবার আগে যেটা প্রয়োজন, সেটা হল একটা ঘর যেখানে কাজ হবে। এটা আপনার বাড়িরই কোনো একটি ঘরে করতে পারবেন। এরপর আপনাকে সাবান তৈরির জন্য সোপ বেস থেকে শুরু করে এসেনসিয়াল অয়েল ও প্যাকেজিং মেটিরিয়ালের প্রয়োজন হবে। সেগুলো অফলাইনে বড়বাজার থেকে কিংবা অনলাইনে ইন্ডিমার্টের মত ওয়েবসাইট থেকেও কিনে নিতে পারেন। এছাড়াও সাবান তৈরির জন্য কিছু ছাঁচের প্রয়োজন হবে। এই উপকরণগুলি জোগাড় হয়ে গেলেই ব্যবসা শুরু করতে পারবেন।

আরও পড়ুনঃ ATM-এ টাকা তুলতে গেলে আটকে গেলে কী হবে? নতুন নিয়ম আনছে RBI

কত টাকা বিনিয়োগ করতে হবে?

Whatsapp Group Join Now

এবার প্রশ্ন আসতেই পারে শুরুতে অর্গানিক সাবানের ব্যবসার জন্য কতটাকা খরচ করতে হবে? সাবানের ছাঁচ কেনার জন্য ১ ০ ০ ০ টাকা থেকে ২ ০ ০ ০ টাকা খরচ পড়বে। প্যাকেজিং মেটেরিয়ালের জন্যও ৩০০০ টাকা মত খরচ হবে। কাঁচামাল যদি একটু বেশি পরিমাণে নিতে পারেন তবেই ভালো লাভ হবে, তাছাড়া এসেন্সিয়াল অয়েলের দাম একটু বেশিই হয় তাই কাঁচামালের ক্ষেত্রে একটু বেশি খরচ হবে। সব মিলিয়ে মোট ১,০০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

আরও পড়ুনঃ গরমের সাথে হু হু করে বাড়বে চাহিদা, এই ব্যবসা শুরু করলেই প্রতিমাসে পকেটে আসবে ৫০,০০০

কত টাকা আয় করা সম্ভব?

একটি অর্গানিক সাবানের দাম ২৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা হতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে দাম আরও বেশি হয়, সবটাই নির্ভর করে কি কি উপাদান দিয়ে সাবান তৈরী হচ্ছে। এক্ষেত্রে বানানোর খরচ যদি ১২০ থেকে ১৫০ এর মধ্যে হয় তাহলে দিনে ১০টি হিসাবে মাসে ৩০০ সাবানের অর্ডার হলেই মাসে ১ লক্ষ টাকা আয় করা যাবে। এরপর যারা একবার ব্যবহার করবেন তারা রিপিট অর্ডার করবেন ও আরও লোকের মুখে ছড়িয়ে পড়লে ব্যবসা হু হু করে বাড়বে।

সঙ্গে থাকুন ➥
X