ভরা মাঘেই কপাল বেয়ে পড়ছে ঘাম! হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভরা মাঘ থাকলেও শীতের লেশ মাত্র নেই। এদিকে উল্টে ব্যাপক গরম অনুভূত হচ্ছে। বাসে, ট্রেনে একেবারে দরদর করে ঘেমে উঠছেন অনেকে। মূলত পশ্চিমী ঝঞ্ঝাই এ বছর শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত।

আমাদের সাথে যুক্ত হন Join Now

একটা পর একটা ঝঞ্ঝা কাটতে না কাটতেই নতুন করে ফের উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে আগামী ৩ ফেব্রুয়ারি। এ ছাড়া, অসম, কেরল এবং রাজস্থানে রয়েছে একটি করে ঘূর্ণাবর্ত। এর ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার একেবারেই নো এন্ট্রি। তাই আপাতত শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে বাংলায়। একনজরে দেখে নেওয়া যাক আগামীকাল কেমন থাকবে আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না।

Whatsapp Broadcast Join Now

কিন্তু পরবর্তী দু’দিনে উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি হয়ত কমে যাবে। তবে খুব বেশিদিন স্থায়ী থাকবে না। এদিকে আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

Whatsapp Group Join Now

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

সঙ্গে থাকুন ➥
X