বাজেটে বরাদ্দ না বাড়লেও ২.৫৫ লক্ষ কোটি টাকা পেল রেল, কোথায় খরচ হবে? দেখুন হিসেব

Published on:

budget 2025 railway expenditure list

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজ ১লা ফেব্রুয়ারি, শনিবার ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫-২৬ সালের বাজেট (Budget 2025) ঘোষণা করেছেন। যেখানে ভারতীয় রেলওয়ের জন্য ২.৫৫ লাখ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। এই বাজেটের মধ্যে রাজস্ব খাতে ৩,৪৪৫ কোটি টাকা ও মূলধন ব্যয়ে ২,৫২,০০০ কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে। অনেকেই আশা করেছিলেন রেলের জন্য বরাদ্দ বাড়ানো হবে তবে তেমনটা হয়নি। গতবছর ও এবছরের বরাদ্দ একই রয়ে গিয়েছে। কোন কোন খাতে কত খরচ করা হবে? চলুন দেখে নেওয়া যাক।

আমাদের সাথে যুক্ত হন Join Now

বাজেট ২০২৫ এ রেলের জন্য বরাদ্দ | Budget 2025 Allotment for Railway

এবছর বাজেটে রেলের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ জানার পর কিছুটা হলেও হতাশ বিশেষজ্ঞরা। দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত যাতায়াত মাধ্যমের জন্য গতবছরের মত একই টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগে ২০২৪ সালে ২০২৩ সালের তুলনায় ৫% বেশি বরাদ্দ করা হয়েছিল। তাহলে ২০২৫ সালে কোন কাজের জন্য কতটাকা বরাদ্দ হল?

কোন খাতে খরচ হবে কত?

যেমনটা জানা যাচ্ছে রেলের ২.৫৫ লক্ষ কোটি টাকার মোট বাজেটের মধ্যে ৩৪৪৫ কোটি টাকা রাজস্ব খাতে খরচ হবে আর বাকি ২.৫২ লক্ষ কোটি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে খরচ হবে। এবছর নতুন রেল লাইন পাতার জন্য ৩২,২৩৫ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এদিকে পেনশন ফান্ডের জন্য ব্যয় হবে ৬৬ হাজার কোটি টাকা। ডাবল লাইন চালু করার জন্য ৩২ হাজার কোটি টাকা ও গজ লাইন বদল করার জন্য ৪৫৫০ কোটি টাকার খরচ হবে বলে জানানো হয়েছে।

Whatsapp Broadcast Join Now

রেললাইনের সিগনালিং ব্যবস্থার রক্ষণাবেক্ষন ও আপগ্রেডেশন আর টেলিকম ব্যবস্থার জন্য ৬৮০০ কোটি টাকা খরচ করা হবে। এছাড়া বিদ্যুৎ চালিত লাইনের জন্য ৬১৫০ কোটি টাকা, কর্মী প্রশিক্ষণের জন্য ৩০১ কোটি টাকা ও কর্মীদের উন্নয়ন বা কল্যাণের জন্য ৮৩৩ কোটি টাকা খরচ করা হবে বলেও জানা যাচ্ছে। মোট ৪৫,০০০ কোটি টাকা দেওয়াহবে রেলওয়ে সুরক্ষা তহবিলে। যেটা রেল লাইনে হওয়া দুর্ঘটনার সংখ্যা কমানোর জন্য আরও উন্নত মানের কবচ টেকনোলজি লাগানোর জন্য ব্যবহৃত হবে।

আরও পড়ুনঃ স্মার্টফোন থেকে TV, বাজেটে কোন জিনিস হল সস্তা কার বাড়ল দাম? দেখে নিন তালিকা

Whatsapp Group Join Now

প্রসঙ্গত, গত জুলাই মাসের বাজেটে অর্থমন্ত্রী একাধিক বন্দে ভারত এক্সপ্রেসের সাথে  ভারতীয় রেলের তিনটি মুখ্য ক্ষেত্রে ফোকাস করা কথা জানিয়েছিলেন। খনিজ, কয়লা ও সিমেন্ট শিল্পের জন্য আলাদা করে ফ্রেইট করিডোরের কথাও জানানো হয়েছিল। এবার আগামী দিনে কাজ কতটা দ্রুততার সাথে এগোয় সেটাই দেখার।

সঙ্গে থাকুন ➥
X