মহমেডানকে গোলের মালা পরিয়ে লিগ শীর্ষে, তবুও খুশি নন মোহনবাগান কোচ

Published on:

Mohun bagan coach molina is worried about winning the shield despite leading the isl points table

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার যুবভারতীর ঘরের মাঠে মহমেডান স্পোটিং-কে নাকানি চোবানি খাইয়েছে চলতি ISL-এর টেবিল টপার মোহনবাগান। যার দৌলতে শিল্ড জয়ের রাস্তা আরও খানিকটা সহজ হয়ে এসেছে সবুজ মেরুনের। চলতি মরসুমে সাফল্যের মগডালে চড়লেও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বাগান। কোচ হোসে মোলিনাদের দাবি, এখানেই থেমে থাকলে চলবে না। শেষ 5 ম্যাচে ধারাবাহিক জয় বজায় রাখতে হবে তাদের। যেই লড়াইটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।

আমাদের সাথে যুক্ত হন Join Now

4-0-তে গুঁড়িয়ে গেল মহমেডান

শনিবার যুবভারতীর ময়দানে একপ্রকার দাপুটে ফুটবল খেলে মহমেডান বাহিনীর পায়ে বেড়ি পড়িয়েছে সবুজ মেরুন। এদিন অধিনায়ক শুভাশিস ও মনবীর সিংয়ের জোড়া গোলে জয়ের রাস্তায় হেঁটেছে গতবারের শিল্ডজয়ীরা। গতকালের জয় মোহনবাগানের পয়েন্ট তালিকায় নতুন মাত্রা জুগিয়েছে। এদিন কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মহমেডানকে পরাস্ত করায় 19 ম্যাচে 13টি জয় নিয়ে 43 পয়েন্ট তুলেছে মোহনবাগান। তবে এই সাফল্যের পরও বড়সড় চ্যালেঞ্জের আশঙ্কায় দিন গুনছে বাগান ব্রিগেড। যার আভাস আগে থেকেই দিয়ে রেখেছেন সবুজ মেরুন কোচ মোলিনা।

চলতি ISL-এ সফল হয়েও চিন্তায় মোলিনা!

শনিবার মহমেডানকে 4 গোলের মালা পরিয়ে ফিরতি পথ দেখানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনবাগান কোচ মোলিনা বলেন, দল আজ দুর্দান্ত পারফর্ম করেছে। এটা ঠিক যে, অসংখ্য সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা আজ চারটের বেশি গোল করতে পারিনি। গলের সংখ্যাটা আরও খানিকটা বেশি হলে ভাল হতো। তবে গোলের সুযোগ তৈরি করাটাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একথা আগেও জানিয়েছি। সুযোগ তৈরি করতে পারলে গোল আসবেই।

Whatsapp Broadcast Join Now

আরও পড়ুনঃ ফিরবেন শামি, বাদ ৫০ করা অলরাউন্ডার! শেষ T20-তে ভারতের একাদশে হতে পারে বড় বদল

এদিন শিল্ড জয়ের সম্ভাবনা নিয়ে মোহনবাগান কোচকে প্রশ্ন করা হলে মোলিনা স্পষ্ট জানান, আমরা অবশ্যই শিল্ড জয়ের রাস্তায় এক ধাপ এগিয়ে গিয়েছি। তবে এই খুশি নিয়ে থেমে থাকলে চলবে না। এখন প্রত্যেকটি ম্যাচ ধরে ধরে এগোতে হবে আমাদের। এখনও 5 ম্যাচে জয় বাকি। তবে লিগ শীর্ষে দশ পয়েন্টের ব্যবধান তৈরি করতে পেরে আমরা যথেষ্ট খুশি। তবে এই খুশিতে আত্মহারা হয়ে গেলে চলবে না। আমাদের কাজটা করে যেতেই হবে।

Whatsapp Group Join Now

অসন্তুষ্ট হওয়া যাবে না। আমাদের প্রাপ্য আরও ভাল স্থান। সেই লক্ষ্যে পৌঁছাতে পারলেই জয় সুনিশ্চিত। শিল্ড জয়ের সম্ভাবনা নিয়ে মোলিনার বক্তব্য, এখনও 5টি লড়াই বাকি রয়েছে। পরের ম্যাচে আমাদের লড়তে হবে পাঞ্জাবের সাথে। পাঞ্জাব যথেষ্ট শক্তিশালী দল। বেঙ্গালুরুর মতো দলকে হারিয়েছে ওরা। সামনে আরও কঠিন সময় আসছে। সব রকম পরিস্থিতির জন্য দলকে প্রস্তুত থাকতে হবে।

মহমেডান ম্যাচের সেরা খেলোয়াড় জেসনের গলাতেও মোলিনার সুর

গতকালের ম্যাচে গোল দাতার ভূমিকায় কম থেকে গোলের সুযোগ তৈরিতেই বেশি ব্যস্ত ছিলেন মোহনবাগানের অন্যতম স্ট্রাইকার জেসন কামিংস। এদিন ম্যাচ শেষে তাঁকেও মোলিনার সুরে সুর মেলাতে শোনা যায়। দলের শিল্ড জয় প্রসঙ্গে 29 নম্বর স্ট্রাইকার জেসন বলেন, আমরা শিল্ড জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেছি ঠিকই, তবে এখন প্রতিটা ম্যাচ যথেষ্ট সন্তপনে খেলতে হবে।

আরও পড়ুনঃ ৬ ইনিংসে ৪টি শূন্য, সূর্যকুমারকে ছাঁটাইয়ের কথা ভাবছে BCCI? কে হবেন অধিনায়ক?

লিগ টেবিলের শীর্ষে সবাইকে পেছনে ফেলে বিরাট ব্যবধান তৈরি করেছি আমরা। তবে এজন্য আবেগ তাড়িত হলে চলবে না। অসন্তুষ্টও হওয়া যাবে না। এ বিষয়গুলোতে কোচের সাথে আমি সম্পূর্ণ একমত। আসন্ন ম্যাচ গুলির জন্য আমাদের পুরোপুরি তৈরি থাকতে হবে। তবেই চলতি লিগে সেরার সেরা হওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥
X