আজকের রাশিফল ৩রা ফেব্রুয়ারি: মহাদেবের আশীর্বাদে আজ ভাগ্য ফিরবে ৩ রাশির

Published on:

ajker rashifal

আজ সোমবার, ৩রা ফেব্রুয়ারি। আজকের রাশিফল কেমন হবে তা নির্ভর করবে গ্রহ-নক্ষত্রের গতিবিধির উপর। সেই অনুযায়ী ১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে তা জানানো হলো আজকের এই প্রতিবেদনে। ব্যক্তিগত জীবন, কর্ম জীবন, অর্থনীতি এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত দিকগুলি দেখে নিন একনজরে।

আমাদের সাথে যুক্ত হন Join Now

মেষ রাশি

আজ মেষ রাশির জাতক-জাতিকাদের শারীরিক সুস্থতার দিকে একটু খেয়াল রাখা প্রয়োজন। পরিবারের কোন সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত খরচ বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন, সেটি কাজে লাগান। স্বাস্থ্য- আজ ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন এবং নিয়মিত ব্যায়াম করুন।ক্যারিয়ার- বিদেশী ব্যবসায় যুক্ত ব্যক্তিরা আজ সাফল্য লাভ করতে পারেন। প্রতিকার- কেতু মন্ত্র জপ করন এবং পুজো করুন। এতে আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।

বৃষ রাশি

আজ বৃষ রাশির জাতক-জাতিকাদের আনন্দময় দিন কাটতে পারে। তবে কোন মূল্যবান জিনিস হারানোর একটা সম্ভাবনা রয়েছে। পরিবারের মধ্যে অর্থ নিয়ে আলোচনা হতে পারে। স্বাস্থ্য- নিজে ইতিবাচক থাকুন। তবে জিনিসপত্রের দিকে একটু খেয়াল রাখুন। স্বাস্থ্যের তেমন কোন অবনতি আজ ঘটবে না। ক্যারিয়ার- ব্যবসায়িক উন্নতির জন্য অভিজ্ঞ মানুষদের কাছ থেকে পরামর্শ নিন। প্রতিকার- আজ উনুনের আগুন দুধ দিয়ে নেভালে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।

Whatsapp Broadcast Join Now

মিথুন রাশি

আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের কিছুটা মানসিক চাপ থাকবে। তবে এটি আপনার জীবনে নতুন কিছু নিয়ে আসবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। স্বাস্থ্য- নিজের মানসিক সুস্থতার দিকে একটু মনোযোগ দিন এবং সব দিক থেকে সচেতন থাকুন। ক্যারিয়ার- পেশাগত দক্ষতা বৃদ্ধি পেলে নতুন কিছু সুযোগ আসবে আপনার জীবনে। প্রতিকার- ভৈরব মন্দিরে দুধ দান করুন। এতে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। 

কর্কট রাশি

Whatsapp Group Join Now

আজ কর্কট রাশির জাতক-জাতিকাদের আশেপাশের পরিবেশ খুবই আনন্দময় থাকবে। তবে অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। স্বাস্থ্য- আজ আপনি অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন। নাহলে শরীরে কোন সমস্যা দেখা দিতে পারে।ক্যারিয়ার- কাজের জন্য প্রশংসা পাবেন এবং নতুন কোন দায়িত্ব পেতে পারেন। প্রতিকার- হনুমান চল্লিশা পাঠ করুন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

সিংহ রাশি

আজ সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ একটি দিন। স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং নতুন কিছু করার ইচ্ছা জন্মাবে। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে।স্বাস্থ্য- স্বাস্থ্য খুবই ভালো থাকবে। পাশাপাশি নতুন কিছু শিখতে পারেন।ক্যারিয়ার- আজ সৃজনশীল কোন কাজে সাফল্য অর্জন করতে পারেন। প্রতিকার- ভৈরব দেবতা পুজা করুন এবং কালো রঙের পোশাক পড়ার চেষ্টা করুন। তাহলে কোন বাধা বিপত্তি আসবেনা 

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যা আপনাকে দুশ্চিন্তায় ফেলে দেবে। এছাড়া ব্যয় বৃদ্ধির কারণে সঞ্চয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য- আজ দুশ্চিন্তা কমানোর চেষ্টা করুন। দুশ্চিন্তা করলে স্বাস্থ্যের অবনতি ঘটবে। ক্যারিয়ার- নতুন উপার্জনের পরিকল্পনা আসতে পারে, সেগুলি কাজে লাগান। প্রতিকার- “ওঁ বুম বুধায় নমঃ” মন্ত্রটি ১১ বার জপ করুন। পাশাপাশি সবুজ পোশাক পড়ার চেষ্টা করুন।

তুলা রাশি

আজ তুলা রাশির জাতক-জাতিকাদের প্রচুর পরিমাণে শারীরিক এবং মানসিক শক্তি থাকবে। তবে কাজের চাপে বিরক্ত লাগতে পারে। অর্থের সঠিক ব্যবহার না করলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য- আজকে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। ক্যারিয়ার- পেশাগত ক্ষেত্রে নতুন কোন সুযোগ আসতে পারে। সেগুলিকে কাজে লাগান। প্রতিকার- পরিষ্কার জলে রসুন বা পেঁয়াজ ভাসিয়ে দিন। এর পাশাপাশি তুলসী গাছের সামনে ঘি-এর প্রদীপ জ্বালিয়ে পূজা করুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আজ ডায়েট নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়মিত শরীরচর্চা করতে হবে। আজ পরিবারের অর্থনৈতিক সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্য- ফিটনেস বজায় রাখার জন্য যোগ ব্যায়াম বা ধ্যান করতে হবে। ক্যারিয়ার- কর্মক্ষেত্রে নতুন কোন সুযোগ আসতে পারে। এছাড়া আজ ব্যবসায়ীরা বড় চুক্তির জন্য প্রস্তুতি নিতে পারেন । প্রতিকার- সবুজ বোতলে জল ভরে রোদে রাখুন। এরপর সেই জল পান করুন। 

ধনু রাশি

ধনু রাশির জাতিকাদের অর্থাৎ, গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্ক থাকা উচিত। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই খরচের দিকে একটু নজর দিন। স্বাস্থ্য- গর্ভবতী মহিলারা আজ খুবই সতর্ক থাকুন। ক্যারিয়ার- গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করুন। এতে আপনার লাভ হবে। প্রতিকার- সরষের তেল মুখের সামনে রেখে তা কাউকে দান করুন। 

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকারা যদি আজ কঠোর পরিশ্রম করে তাহলে কাঙ্খিত ফল লাভ করতে পারবে। বৈবাহিক জীবন খুবই আনন্দময় হবে। পরিবারের সমর্থন পাওয়ার কারণে আজ কোন সাফল্য আসতে পারে।স্বাস্থ্য- তবে আজ অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন।ক্যারিয়ার- নতুন বিনিয়োগ করলে লাভজনক কোন ফল আসতে পারে। প্রতিকার- রাতে দুধ, জল ও চিনি মাথার কাছে রেখে সকালে কোন গাছের গোঁড়ায় সেগুলি ঢেলে দিন। 

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আজ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এতে মানসিক চাপ কমবে। অর্থ সঞ্চয়ের বিষয়ে একটু সচেতন থাকুন। স্বাস্থ্য- উদ্বেগ দূর করতে ধ্যান বা যোগ ব্যায়াম করুন।ক্যারিয়ার- পেশাদারদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। এতে লাভজনক কোন ফল আসবে।প্রতিকার- আজ ঝাড়ুদাকে কিছু অর্থ দান করুন। 

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের অতিরিক্ত দুশ্চিন্তা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। আজ রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন।স্বাস্থ্য- মানসিক অস্থিরতা কমিয়ে নিজেকে শান্ত রাখুন। স্বাস্থ্যের কোন রকম অবনতি ঘটবে না।ক্যারিয়ার- নতুন ক্লাইন্টদের সঙ্গে কথা বলার ভালো একটি দিন আজ। প্রতিকার- সূর্যোদয়ের সময় সূর্য প্রণাম করুন। এতে শরীর ও মন উভয় ভালো থাকবে।

সঙ্গে থাকুন ➥
X