Indiahood-nabobarsho

৬০ দিনে ১০০০ কিমি রাস্তা! সড়ক ব্যবস্থায় বিরাট টার্গেট পশ্চিমবঙ্গ সরকারের, প্রকাশ্যে তালিকা

Published on:

road construction

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই শিল্পে বিনিয়োগ নিয়ে বেশ উদ্যোগী হয়ে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর শিল্প গড়ে ওঠার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। বিনিয়োগ টানতে রীতিমত বিদেশ সফরও করেছেন তিনি। তাইতো প্রতি বছর নিয়ম করে রাজ্যে শিল্প সম্মেলন করা হয়। চলতি বছরেও বাদ যাবে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তাইতো কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে এই সম্মেলনের প্রস্তুতি। আর এই আবহে এবার রাজ্য পূর্ত দফতর বিভিন্ন জেলার শিল্পতালুকে রাস্তার মানোন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানা গিয়েছে, ফেব্রুয়ারির ৫ ও ৬ তারিখ চলবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। আর সেই সম্মেলনে যোগ দিতে চলেছে ২০টি দেশ। রাজ্যের একাধিক জায়গায় শিল্প করিডর গঠন হচ্ছে। এবারে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে রাস্তার পরিকাঠামো উন্নয়ন তুলে ধরতে চলেছে রাজ্য সরকার। তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সূত্রের খবর আগামী দু’মাসের মধ্যে পর্যায়ক্রমে ৯৮৩.৯৫ কিলোমিটার রাস্তা সংস্কার অথবা নতুন ভাবে তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার মুড়াগাছা থেকে কাঁপা মোড় পর্যন্ত কল্যানী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ, হাওড়ার সালকিয়া চণ্ডীতলা রোড, পূর্ব মেদিনীপুরের কাঁথি-খেঁজুরি রোডের সম্প্রসারণ।

তালিকায় উঠে এল উত্তরবঙ্গের রাস্তাগুলি

এছাড়াও তালিকায় রয়েছে বীরভূমের আহমেদপুর কীর্ণাহার-রামজীবনপুর রোড, হুগলির মশাট-ধিতপুর রোড, ঝাড়গ্রামের হাতিগেরিয়া কুলটিকরি রোহিনী রোগরা রোড, নদিয়ার তারাপুর-বোলাগরঘাট রোড, মালদহের বামনগোলা-হবিবপুর রোড, আলিপুরদুয়ারের কালচিনি-পাইটকাপাড়া রোড ইত্যাদি। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের রাস্তাও উঠে এসেছে তালিকায়। জানা গিয়েছে দার্জিলিং জেলার বেশ কিছু রাস্তাও রয়েছে এই তালিকায়। তার সঙ্গে ছোট বড় মিলিয়ে প্রায় ১৪টি সেতু। এই সমস্ত কাজের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এগুলি হয়ে গেলে একেবারে প্রান্তিক এলাকায় ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’ উন্নত হবে বলেই জানাচ্ছে রাজ্যের প্রশাসনিক মহল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একাধিক শিল্প তালুক সংযুক্ত হবে এই উদ্যোগে

এই রাস্তাগুলি নতুন ভাবে নির্মাণ বা সংস্কার করতে মোট খরচ হচ্ছে প্রায় ৩৫২৭ কোটি টাকা। মোট ১১৯টি প্রকল্পের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। তার উপর কেন্দ্র থেকে প্রকল্পের বরাদ্দ না পাঠানোয় ক্ষুব্ধ রাজ্য সরকার। তাই কেন্দ্রের ওপর আর ভরসা না করে এবার রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মত নিজের কোষাগার থেকে ৯ হাজার কোটি টাকা খরচ করে প্রায় ৩২ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করল। জানা গিয়েছে কোনওটির কাজ সম্পূর্ণ হয়েছে প্রায় ৯৯ শতাংশ, আবার কোনওটির ক্ষেত্রে ৭৫ শতাংশ। প্রতিটি প্রকল্প ধরে ধরে কাজের অগ্রগতির মূল্যায়ন করেছে পূর্ত দফতর। আশা করা যাচ্ছে আগামী দিনে রাজ্যের প্রতি প্রান্তে দ্রুত যাতায়াতের জন্য রাস্তা আরও চওড়া করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group