বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজের শেষ টেস্টে চোট পেয়ে স্টেডিয়াম ছেড়েছিলেন ভারতের পেসার বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথমদিকে তারকার চোটের ধরন বোঝা না গেলেও পরবর্তীতে ধরা পড়ে খেলোয়াড়ের ব্যাক ইঞ্জুরি। এরপরই টিম ইন্ডিয়ার ব্রম্ভাস্ত্রকে 5 সপ্তাহের জন্য সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দেয় চিকিৎসকরা। এদিকে টি-টোয়েন্টি শেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রমশ ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির দিকে এগোচ্ছে ভারত। এহেন আবহে জাতীয় দলে জায়গা হওয়া বুমরাহকে নিয়ে উঠে এলো বড় খবর।
NCA-তে স্ক্যান করা হবে বুমরাহর
চোট-আঘাতে বিশ্রামের মাঝেই ভারতীয় তারকাকে নিয়ে উঠে এল বড়সড় আপডেট। দীর্ঘ প্রতীক্ষা কাটিয়ে অবশেষে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) স্ক্যান করাতে গিয়েছেন জসপ্রীত। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের জন্য ভারতীয় বোলার পুরোপুরি ফিট কিনা তা জানতে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের অধীনে বুমরাহর পিঠে আরও কিছু স্ক্যান করা হবে।
কবে নাগাদ হাতে আসবে রিপোর্ট?
সূত্র বলছে, চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়া বুমরাহকে ওডিআই সিরিজে না হলেও চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে BCCI । এবার সেই লক্ষ্যকে সামনে রেখেই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে ভারতীয় পেসারের। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি সপ্তাহেই বুমরাহর শরীরের যাবতীয় স্ক্যান করার পর রিপোর্ট দেবে মেডিকেল টিম। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে আসন্ন আইসিসি ইভেন্টে টিম ইন্ডিয়ার তুরুপের তাস জসপ্রীতের ভবিষ্যৎ। ফলত, আগামী কয়েক দিন বুমরাহ যে বেঙ্গালুরুতেই থাকবেন এ কথা একপ্রকার নিশ্চিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ওডিআই ম্যাচে থাকবেন না বুমরাহ!
ভারতীয় তারকার ব্যাক ইঞ্জুরি ছিল যথেষ্ট গুরুতর। সেই কারণে 5 সপ্তাহের জন্য টানা বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সেই কারণকে সামনে রেখেই বুমরাহর দলে ফেরা নিয়ে টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকার জানিয়েছিলেন, চোটের জন্য বুমরাহকে 5 সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
তাই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তবে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে বুমরাহকে নিয়ে চূড়ান্ত রিপোর্ট দেবে মেডিকেল টিম। এরপরই আমরা জানতে পারব, তিনি আসন্ন ম্যাচগুলিতে খেলতে পারবেন কিনা। এই সময়ের মধ্যে আমরা কিছুটা নিজেদের গুছিয়েও নিতে পারব।
অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফির আগে সুসংবাদ, বহু অপেক্ষার পর ফিট হলেন টিম ইন্ডিয়ার বোলার
13 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করবে ভারত
চোটগ্রস্ত থাকা সত্ত্বেও জসপ্রীত বুমরাহকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। তবে এই দল এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। রিপোর্ট মারফত খবর, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলর সিদ্ধান্তে আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত দলে প্রয়োজনীয় পরিবর্তন আনার সুযোগ পাবে ভারত। সেই সূত্র ধরেই বুমরাহর ফিটনেস প্রসঙ্গে আপডেট পেতেই ফেব্রুয়ারির নির্ধারিত সময়ের মধ্যেই আসন্ন মিনি ওয়ার্ল্ড কাপ নিয়ে চূড়ান্ত দল প্রকাশ্যে আনবে BCCI।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের ঘোষিত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমন গিল (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ(উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা।