প্রীতি পোদ্দার, কলকাতা: মাঘ মাস শেষ হতে না হতেই সোয়েটার-চাদরকে এবার বিদায় জানাতে বসল কলকাতা সহ গোটা রাজ্য। সরস্বতী পুজোয় সেজেগুজে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রীতিমত ঘেমে যাচ্ছে সকলে। তাপমাত্রা গতকালের তুলনায় খানিকটা বেড়েছিল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। তার উপর কড়া রোদ। তাই এই পরিস্থিতিতে শীত নিয়ে সকলেরই মন খারাপ। আর এই আবহে এবার খানিক টুইস্ট দিল আলিপুর আবহাওয়া দফতর। অবশেষে আবহাওয়ার বদল আনতে ফিরছে শীত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই নামবে তাপমাত্রা। মূলত দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে জাঁকিয়ে শীতের এখন আর কোনো সম্ভাবনা নেই। তবে এই শীত স্থায়ী থাকবে না। কারণ মাঝে দু’দিন একটু তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর যদিও আবার সপ্তাহ শেষে তা ফের নেমে যাবে বেশ খানিকটা। আর এইভাবেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে শীত। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সকালের দিকে কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতা। এর ফলে যান চলাচলেও সমস্যা হতে পারে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত পারদপতনের কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়াও শুষ্ক থাকবে। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব বড় হেরফের হবে না উত্তরবঙ্গে। আবহাওয়া সব জেলায় শুকনো থাকবে। দার্জিলিং বা কালিম্পঙেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।