বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির যাত্রা শেষ হয়েছে আগেই। এবার লক্ষ্য ইংরেজদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ (India Vs England)। লড়াইটা শুরু হচ্ছে আগামীকাল থেকেই। এই রণক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দেবেন অজিভূমিতে ব্যর্থ রোহিত শর্মা। শর্মার নেতৃত্বে ইংলিশদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পুনরাবৃত্তি করতে চাইবে ভারত। কেমন হবে প্রথম ম্যাচে রোহিত বাহিনীর প্রথম একাদশ? কীভাবে সাজাবে দল? রইল বিস্তারিত।
প্রথম ওয়ানডে শুরুর সময়
ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে আগামীকাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মাঠে গড়াবে ভারতের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ইংলিশদের বিরুদ্ধে সিরিজের যাত্রাটা মহারাষ্ট্রের বিদর্ভ স্টেডিয়াম ময়দান দিয়েই শুরু করবে দুই দল। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল দুপুর 1টা বেজে 30 মিনিট নাগাদ ভারত বনাম ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে। ম্যাচে রোহিতের নেতৃত্বে ভারতের লড়াইটা চাক্ষুষ করতে চাইলে চোখ রাখতে হবে টিভি অথবা স্মার্টফোনের পর্দায়।
ওপেনিং করবেন রোহিত-শুভমন!
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট হাতে লড়াইটা শুরু করবেন অধিনায়ক রোহিত শর্মা ও দলের সহ অধিনায়ক শুভমন গিল। অনেকেই মনে করেছিলেন, গিলের বদলে রোহিতের সঙ্গে জুটি বাঁধতে পারেন যশস্বী জয়সওয়াল। তবে সমর্থকদের সেই আশায় জল ঢেলেছেন গিল। ম্যানেজমেন্ট সূত্রে খবর, আগামীকালের প্রথম ওয়ানডেতে রোহিতের বিপরীতে ব্যাট হাতে দাঁড়াবেন শুভমনই।
3 নম্বরে ব্যাট করতে আসবেন কোহলি
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, রোহিত ও শুভমনকে ম্যাচের শুভরম্ভের দায়িত্ব সঁপে দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 নম্বরে ব্যাট করতে নামানো হতে পারে বিরাট কোহলিকে। হ্যাঁ, ওপেনার হিসেবে এবারেও রোহিতের উপরই ভরসা রেখে কোহলিকে বিপদ সামলানোর দায়িত্ব দিয়েছে বোর্ড। এখন দেখার, ম্যানেজমেন্টের সেই ভরসার জায়গা কোহলি রাখতে পারেন কিনা।
চার নম্বরে আইয়ার, 5-এ রাহুল ও ঋষভের দ্বৈরথ!
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন প্রাক্তন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য তার কাঁধে ভরসার হাত রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, খেলোয়াড়ের ঘরোয়া ফর্মকে পুঁজি করেই তাকে 4 নম্বরে ব্যাট করতে নামাবে ভারত। এছাড়াও পঞ্চম পজিশনে দুর্দান্ত ব্যাট করেন কে এল রাহুল ও ঋষভ পন্থ দুজনেই। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে আগামীকালের ওয়ানডেতে তাদের দুজনের মধ্যে কাকে 5 নম্বরে নামানো হতে পারে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে সূত্র বলছে, এই সংশয়ের বেড়াজাল কাটিয়ে 5 নম্বরে জায়গা হতে পারে পন্থের।
6 ও 7 নম্বরে কারা নামছেন?
এখনও পর্যন্ত যা খবর, তা চূড়ান্ত না হলেও আগামীকালের ওয়ানডে ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং বিভাগে 6 নম্বরের দায়িত্ব পাবেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে 7 নম্বরে ব্যাট করতে আসতে পারেন রবীন্দ্র জাদেজা অথবা অক্ষর প্যাটেল যে কেউ। মনে করা হচ্ছে, 7 নম্বরের দৌড়ে প্যাটেলকেই এগিয়ে রাখবে বোর্ড। সেক্ষেত্রে 8 নম্বরে ফিনিশারের ভূমিকায় খেলানো হতে পারে জাদেজাকে।
অবশ্যই পড়ুন: পিছন থেকে গাড়ি এসে সজোরে ধাক্কা! দুর্ঘটনার সম্মুখীন রাহুল দ্রাবিড়, কেমন আছেন তিনি?
প্রথম ওয়ানডেতে ভারতের বোলিং বিভাগ
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির ময়দানে আক্রমণাত্মক বোলিং সাজিয়ে জয় তুলে নিয়েছে ভারত। এবার সেই ছন্দ ধরে রেখেই ওয়ানডে ম্যাচেও ঘুঁটি সাজাবে টিম ইন্ডিয়া। সূত্র বলছে, ইংলিশদের বিরুদ্ধে ওয়ানডের প্রথম ম্যাচে দলের স্পিন বিভাগের দায়িত্ব থাকতে পারে বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দরের ওপর। অন্যদিকে টিম ইন্ডিয়ার পেস বিভাগ সামলাবেন ধুরন্ধর দুই পেসার আর্শদীপ সিং ও মহম্মদ শামি।