Indiahood-nabobarsho

ফ্যাশন দুনিয়ায় উঠবে ঝড়, Myntra-Meesho-কে টেক্কা দিতে নয়া অ্যাপ আনছে মুকেশ কন্যা

Published on:

Mukesh Ambani's Daughter Isha Ambani Bringing Back Fast Fashion App Shein in India

পার্থ সারথি মান্না, কলকাতাঃ টেলিকম দুনিয়াতে বিপ্লব আনার পর এবার ফের একবার নতুন কিছু করার জন্য উগ্যোগী হয়েছেন মুকেশ আম্বানি। না টেক সেক্টরে নয়, এবার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসছেন মুকেশ আম্বানি কন্যা ঈশা আম্বানি। প্রায় ৫ বছর পর চিনের অনলাইন ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড শেইন (Shein) -কে ভারতে লঞ্চ করতে চলেছেন ঈশা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফ্যাশন ইন্ডাস্ট্রি কাঁপাতে আসছে মুকেশ আম্বানি কন্যা

যেমনটা জানা যাচ্ছে শেইন অ্যাপটি ইতিমধ্যেই প্লে স্টোরে ১০,০০০ বার ডাউনলোড করা হয়ে গিয়েছে। এছাড়া অ্যাপেল অ্যাপ স্টোরেও সেরা ১০ ফ্যাশন অ্যাপের মধ্যেই রয়েছে এটি। শেইন অ্যাপে দ্রুত বদলাতে থাকা ফ্যাশন অনুযায়ী ট্রেন্ডিং জামা কাপড় থেকে শুরু করে জুতো, হ্যান্ড ব্যাগ, ঘড়ি, বিউটি প্রোডাক্টস ও অ্যাক্সেসরিজ পাওয়া যায়। যেটা ২০২০ সালে ভারত সরকারের দ্বারা ব্যান করে দেওয়া হয়েছিল। তবে এবার সেই ব্র্যান্ডটিকেই বাজারে ফেরত আনছেন আম্বানি কন্যা।

৫ বছর পর কামব্যাক করছে Shein

২০২০ সালে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এর তরফ থেকেই এই অ্যাপটির উপর ব্যান ঘোষণা করা হয়। এর ৩ বছর পর রিলায়েন্স রিটেলের সাথে একটি চুক্তি করে শেইন। যেটা মুকেশ আম্বানি কন্যা ঈশা আম্বানি সামলেছিলেন। নয়া এই ফ্যাশন অ্যাপ Myntra, Meesho এর মত কোম্পানিগুলিকে বড়সড় চ্যালেঞ্জ দিতে পারে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শেইন অ্যাপের মালিক রোডজেট বিজনেস প্রাইভেট লিমিটিয়েদের সাথে রিলিয়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডের এতে একটি টেকনোলজিকাল চুক্তি হয়। সেখানেই জানা যায় আলাদা করে একটি ই-কমার্স প্লাটফর্ম বানানো হবে। এরপর গতবছর ডিসেম্বর মাসে জানা যায়, ব্র্যান্ডেড প্রোডাক্টস বিক্রির উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এই অ্যাপের  মাধ্যমে লোকাল উৎপাদনকারী ও সাপ্লাইয়ার্দের একটি নেটওয়ার্ক তৈরী করা হবে। যার ফলে দেশে ও বিদেশেও প্রোডাক্ট বিক্রি করা যাবে।

ইতিমধ্যেই এই সম্পর্কে MeitY এর সাথে আলোচনা হয়েছে। আর ব্যবসা চালু করার জন্য এনওসি মিলেছে। তবে এক্ষেত্রে কোম্পানির কন্ট্রোল সম্পূর্ণ RRVL এর কাছে থাকবে বলেই জানা যাচ্ছে। এই অ্যাপের সমস্ত ডেটা ভারতের সার্ভারেই স্টোর করা থাকবে। Shein এর আসল কোম্পানি রোডজেটের কাছে কোনো ডেটা বা অধিকার থাকবে না, এই শর্তেই সমস্ত ছাড়পত্র মিলেছে।

আরও পড়ুনঃ লোকাল ট্রেনের শতবর্ষ পূরণে বিশেষ উপহার, অত্যাধুনিক EMU পেল হাওড়া, কী নতুনত্ব রয়েছে?

কোন কোন শহরে মিলবে পরিষেবা?

শুরুতেই গোটা দেশে এই অ্যাপের পরিষেবা পাওয়া যাবে না। প্রথমে দিল্লি, মুম্বাই ও ব্যাঙ্গালোরের মত শহরে এটিকে লন্চক্র হচ্ছে। এই শহরগুলিতে সমস্ত কিছু ঠিক মত চললেই খুব শীঘ্রই গোটা দেশেই Shein লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group