পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাস্তা ঘটে দু’চাকা বা বাইক নিয়ে বেরোলে কম বেশি চালান (Challan) হওয়ার ভয় সকলেরই থাকে। অবশ্য প্রতিনিয়ত মানুষকে সচেতন করলেও কিছু মানুষ নিয়ম মানতেই চান না। সেই কারণে ট্রাফিক নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে এমন আইন আনা হয়েছে। তবে এবার রেকর্ড টাকার ফাইন করে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এলেন এক ব্যক্তি।
স্কুটির দামের থেকেও বেশি ট্রাফিক ফাইন
যেমনটা আগেই বলা হয়েছে, কিছু মানুষ আইনের কোনো তোয়াক্কা না করেই গাড়ি চালাতে থাকেন। যেমন হলুদ আলো দেখে না দাঁড়ানো, রেড লাইট থাকলেও গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়া, হেলমেট ছাড়াই গাড়ি চালানো ইত্যাদি। এবার এমনই এক ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে যিনি একেরপর এক ট্রাফিক আইন ভেঙেই চলেছেন। যার ফলে মোট ফাইনের অঙ্ক তার স্কুটির দামের থেকেও বেশি হয়ে গিয়েছে।
হ্যাঁ ঠিকই দেখছেন, স্কুটির থেকেও বেশি দামের ট্রাফিক চালান। যেমনটা জানা যাচ্ছে, বেঙ্গালুরের ওই ব্যক্তির ২০২৪ সালের ট্রাফিক চালান হয়েছিল মোট ১ লক্ষ ৫ হাজার ৫০০ টাকার। যেটা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বেড়ে ১ লক্ষ ৬১ হাজার টাকা হয়ে গিয়েছে। অবশ্য তাতেও কোনো হেলদোল নেই ওই ব্যক্তির। কারণ রেড লাইটেও দিব্যি হেলমেট ছাড়া গাড়ি চালাতে দেখা গিয়েছে তাকে।
১.৬১ লক্ষ টাকার ট্রাফিক চালান
এক্স (টুইটার) হ্যান্ডেলে শিবম সরকার নামের ব্যক্তি নিজের পুরোনো পোস্টের রিপোর্ট শেয়ার করেছেন। যেখানে মোট চারটি ছবি শেয়ার করা হয়েছে। এর মধ্যে ৩টি সেই স্কুটির আর চতুর্থটি গাড়ির চালানের। স্কুটির নাম্বারটিও স্পষ্ট দেখা যাচ্ছিল ছবিতেই।
Noted, we will take necessary action.
— ಬೆಂಗಳೂರು ಸಂಚಾರ ಪೊಲೀಸ್ BengaluruTrafficPolice (@blrcitytraffic) February 2, 2025
পুলিশের প্রতিক্রিয়া
আজকাল ভাইরাল হওয়ার জন্য অনেকেই বিচিত্র কান্ড কারখানা করে থাকেন তবে এভাবেও যে ভাইরাল হওয়া যায় সেটা হয়তো ওই ব্যক্তি ভাবেন নি। এই পোস্ট ভাইরাল হবার পর স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন এসেছিল যে পুলিশ কি করছে? ইতিমধ্যেই বেঙ্গালুরু সিটি ট্রাফিকের এক্স হ্যান্ডেলের তরফ থেকে রিপ্লাই করে লেখা হয়েছে, ‘নোট করে নেওয়া হয়েছে। নিয়মমত ব্যবস্থা নেওয়া হবে।