শ্বেতা মিত্র, কলকাতা: বাজেটে একগুচ্ছ ঘোষণার পর আরও বড় চমক পেতে পারেন সাধারণ মানুষ। বিশেষ করে যাদের পিএফ অ্যাকাউন্ট আছে তাঁদের জন্য অপেক্ষা করছে আরও অনেক কিছু। কর ছাড়ের পর পিএফ নিয়ে বড়সড় ঘোষণা হতে পারে। জানা গিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠক। ২০২৪-২৫ সালের জন্য পিএফ আমানতের উপর সুদের হারের বিষয় নিয়ে আগে বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনো প্রচার করা হয়নি।
PF নিয়ে বড় ঘোষণা হতে পারে?
চলতি অর্থবছরের সুদের হার এখনও চূড়ান্ত হয়নি কারণ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। একটি সরকারি বার্তায় বলা হয়েছে, ‘২৮ ফেব্রুয়ারি ইপিএফের সিবিটি-র ২৩৭ তম বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে সিবিটি হল ইপিএফও-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এবং এতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের পাশাপাশি নিয়োগকর্তা সমিতি এবং ট্রেড ইউনিয়নগুলির প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছে।’
পিএফ আমানতে মিলছে ৮. ২৫% অবধি সুদ
২০২৩-২৪- আর্থিক বছরের জন্য PF আমানতের জন্য ৮. ২৫ হার নির্ধারণ করেছিল সরকার। এটি আবার আগের বছর ২০২২-২৩ সালে ৮. ১৫% ছিল। সিবিটির সর্বশেষ সভাটি বৈঠক ৩০ নভেম্বর, ২০২৪-এ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নিষ্পত্তির তারিখ পর্যন্ত সদস্যদের সুদ প্রদান করা হবে।
ইপিএফও-র ২০২৩-২৪ সালের বার্ষিক রিপোর্ট অনুসারে, যা সিবিটি তার আগের বৈঠকে অনুমোদিত হয়েছিল, ২০২২-২৩ সালে অবদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৭.১৮ লক্ষ থেকে ৬.৬% বৃদ্ধি পেয়ে ৭.৬৬ লক্ষে দাঁড়িয়েছে। অবদানকারী সদস্যের সংখ্যা ২০২২-২৩ সালে ৬.৮৫ কোটি থেকে ৭.৬% বৃদ্ধি পেয়ে ২০২৩-২৪ সালে ৭.৩৭ কোটি হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |