পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাংলা টেলিভিশনের পর্দায় মেগা সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তাও রয়েছে বেশ। এমনই একটি জনপ্রিয় গানের রিয়েলিটি শো হল জি বাংলার ‘সারেগামাপা’। বর্তমানে ফাইনালের দিকে এগোচ্ছে ‘SAREGAMAPA 2024’। কারা হবে সেমি ফাইনালিস্ট সেটা দেখার অপেক্ষায় রয়েছে দর্শকেরা। তবে এরই মধ্যে বিজয়ীদের নাম ফাঁস করে বসলেন ২০১৫ সালের সারেগামাপা বিজেতা।
গ্রান্ড ফাইনালের আগেই ফাঁস সারেগামাপা বিজেতাদের নাম
সৌম্য চক্রবর্তীকে মনে আছে নিশ্চই? হ্যাঁ ২০১৫ সালে দুর্নিবার সহজে হারিয়ে সারেগামাপা বিজেতা হয়েছিলেন তিনিই। এরপর থেকে প্রায় এক দশক পেরিয়ে গিয়েছে। কিন্তু হটাৎ করেই ফের সংবাদ মাধ্যমের শিরোনামে সৌম্য। কেন? কারণ এবছরের সারেগামাপা এর সেমি ফাইনাল হওয়ার আগেই বিজেতাদের নাম ফাঁস করে দিয়েছেন তিনি। হ্যাঁ এবছর যে একজন নয় বরং দুই জন বিজেতা হতে চলেছেন সেটাও প্রকাশ্যে এসে গিয়েছে।
ফেসবুকে পোস্ট সৌম্যর
সারেগামাপার শুটিং শেষে ফেসবুকে একটি পোস্ট করেন সৌম্য চক্রবর্তী। সেখানেই বিজেতাদের নাম সহ অভিনন্দন জানানো হয়েছিল। যদিও সেই পোস্ট ইতিমধ্যেই ডিলিট করা হয়ে গিয়েছে। পোস্টটিতে লেখা হয়েছিল, পারফেক্ট জাজমেন্ট, সাথে দুই বিজেতাদের নামও। মুহূর্তের মধ্যেই সেই পোস্ট অনেকের নজরে আসে। এরপর বহু নেটিজেন এভাবে নাম ফাঁস করে দেওয়া নিয়ে বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন।
কারোর মতে, এভাবে ফিনালের আগে নাম প্রকাশ করাটা মোটেই ঠিক নয়। তো কেউ বলছেন, মজাটাই নষ্ট করে দিলেন। কারণ কয়েকদিন আগেই জি বাংলার তরফ থেকে সারেগামাপা এর গ্রান্ড ফিনালের একটি টিজার লঞ্চ করা হয়েছিল। সেখানে টপ পাঁচ প্রতিযোগী কে হবে সেই নিয়েই উত্তেজনার সৃষ্টি করা হয়েছিল। এরই মাঝে বিজয়ীদের নাম ফাঁস হয়ে যাওয়ায় বেশ রুষ্ট আমজনতা।
আরও পড়ুনঃ শুরুতেই সেরার তালিকায় চিরসখা, পারুল না কথা এসপ্তাহে ছক্কা হাঁকালো কে? দেখুন TRP তালিকা
প্রসঙ্গত, ইতিমধ্যেই সাপ্তাহিক টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে। সেখানে ধারাবাহিকের রেটিংয়ের পাশাপাশি রিয়েলিটি শোয়ের প্রাপ্ত পয়েন্ট সম্পর্কেও জানানো হয়। এসপ্তাহের TRP তালিকা অনুযায়ী ৫.২ পয়েন্ট পেয়েছে সারেগামাপা। আশা করা হচ্ছে ফিনালে যত এগোবে তত বাড়তে পারে পয়েন্ট। তবে এখনই ফিনালের তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |