৫ বছর পর রেপো রেটে বদল, আমজনতাকে বিরাট স্বস্তি দিল RBI

Published on:

Reserve Bank of India RBI Repo Rate

শ্বেতা মিত্র, কলকাতা: নতুন বছরের শুরুতেই এবার চমক দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটল শেষমেষ। এখন নিশ্চয়ই ভাবছেন যে কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, ইএমআই দেওয়ার ক্ষেত্রে এবার বিরাট স্বস্তি পেলেন দেশবাসী। কারণ RBI-র গভর্নর সঞ্জয় মালহোত্রা শুক্রবার সকালে ঘোষণা করেছেন যে মুদ্রা নীতি কমিটি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৫% থেকে ৬.২৫ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের সাথে যুক্ত হন Join Now

বড় ঘোষণা RBI -এর

সংয মালহোত্রা বলেন, কমিটি সর্বসম্মতিক্রমে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৫ বছর পর সুদের হার কমানোর সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত ছিল। কমিটির প্রথম বৈঠকের রিপোর্ট পেশ করে রাজ্যপাল মালহোত্রা স্বীকার করেন, দেশের সব নাগরিকের ওপর এর গভীর প্রভাব রয়েছে। তিনি উল্লেখ করেন যে মুদ্রাস্ফীতির হারের দিকে মনোনিবেশ করার ফলে ভারতীয় অর্থনীতি ব্যাপকভাবে উপকৃত হয়েছে।

আরও পড়ুনঃ EPS 95 পেনশন স্কিম কী? বড় নির্দেশ জারি করল EPFO

RBI -এর গভর্নরের মতে, মুদ্রানীতি কাঠামো প্রবর্তনের পর থেকে গড় মূল্যস্ফীতির হার কম রয়েছে। এটি আরও শক্তিশালী ও পরিমার্জিত হতে থাকবে। আরবিআই গভর্নর স্বীকার করেছেন যে ভারতীয় অর্থনীতি আন্তর্জাতিক ঘটনা এবং তাদের প্রভাব থেকে মুক্ত নয়। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে বিশ্বব্যাপী মূল্যস্ফীতিও বাড়ছে। এদিকে ফেডারেল রিজার্ভ বেশ কয়েকবার সুদের হার কমিয়েছে। উপরন্তু, ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, যা বিশ্বজুড়ে অর্থনীতিকে প্রভাবিত করছে। বর্তমানে চাপে রয়েছে ভারতীয় রুপি। রিজার্ভ ব্যাঙ্কের সামনে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে।

Whatsapp Broadcast Join Now

ভারতের জিডিপি বৃদ্ধির হিসাব

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২৬ অর্থবর্ষে দেশের বৃদ্ধির হার ৬.৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। 2026 অর্থবছরের জন্য প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৬. ৭৫% হবে বলে আশা করা হচ্ছে, ২০২৫ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৬. ৭% এবং জুলাই-সেপ্টেম্বর 2025 ত্রৈমাসিকে ৭%। এদিকে, অক্টোবর-ডিসেম্বর ২০২৫ এবং জানুয়ারি-মার্চ ২০২৬ ত্রৈমাসিকে এটি ৬. ৫% হবে বলে অনুমান করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥
X