Indiahood-nabobarsho

কোটি কোটি কর্মীদের পেনশন নিয়ে সুখবর শোনাতে চলেছে কেন্দ্র সরকার

Published on:

pension central government

শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই কেন্দ্রীয় সরকার পেনশন (Pension) সংক্রান্ত নিয়মে একের পর এক বদল ঘটাচ্ছে। এবার আপনার, আমার বাড়িতে খাবার জিনিস ডেলিভারি করা কর্মীদের পেনশনের আওতায় আনার প্ল্যান করছে কেন্দ্রীয় সরকার। আর এর জেরে যে উপকৃত হবেন কোটি কোটি কর্মী, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এক কথায়, নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন মুডে রয়েছে সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উপকৃত হবেন কোটি কোটি কর্মী

যাইহোক, অনলাইনে গ্রাহক পরিষেবা সরবরাহকারী এগ্রিগেটর সংস্থাগুলির প্ল্যাটফর্মে কর্মরত এক কোটিরও বেশি গিগ কর্মীকে EPFO পেনশন প্রকল্পের আওতায় আনা হবে। জানা গিয়েছে, শ্রম মন্ত্রক গিগ কর্মীদের ইপিএফও পেনশন সুবিধা দেওয়ার খসড়া প্রস্তাব প্রায় চূড়ান্ত করে ফেলেছে, যা শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে।

কোম্পানিগুলোর কাছ থেকে নূন্যতম কিছু টাকা নেওয়া হবে। কোনও সামাজিক সুরক্ষা কভার ছাড়াই কাজ করছেন এমন গিগ কর্মীদের পেনশন প্রদানের জন্য এগ্রিগেটর সংস্থাগুলির কাছ থেকে ন্যূনতম অবদান নেওয়া হবে। এজন্য প্রতিটি বিলিং লেনদেন থেকে দুই থেকে তিন শতাংশ অর্থ পেনশন অবদানের জন্য আদায় করা হবে। গিগ কর্মীদের একটি সর্বজনীন অ্যাকাউন্ট নম্বর জারি করা হবে, যাতে তারা দুটি বা তিনটি এগ্রিগেটর সংস্থায় কাজ করার সময় একক অ্যাকাউন্টে পেনশন অবদান পেতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উল্লেখযোগ্য কিছু বিষয়

১) পেনশনকে ইপিএফও পেনশন প্রকল্পে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে একটি সরকারী সূত্র জানিয়েছে যে শ্রম মন্ত্রক শীঘ্রই মন্ত্রিসভার সামনে এই বড় সামাজিক সুরক্ষা উদ্যোগ সম্পর্কিত একটি প্রস্তাব উপস্থাপন করবে।

২) কেন্দ্রীয় বাজেটে গিগ কর্মীদের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার ব্যবস্থা করার ঘোষণার পরে, পেনশনের প্রস্তাব দ্বিতীয় বড় পদক্ষেপ হবে।

৩)  গিগ কর্মীদের পেনশন সম্পর্কিত প্রস্তাব সম্পর্কে একটি সূত্র জানিয়েছে যে শ্রম মন্ত্রক জোম্যাটো, সুইগি, ওলা এবং উবারের মতো বড় অ্যাগ্রিগেটর সংস্থাগুলির সাথে আলোচনা করেছে এবং সামাজিক সুরক্ষায় অবদান রাখার জন্য তাদের চুক্তি সুরক্ষিত করেছে। বাজেটে এ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ EPS 95 পেনশন স্কিম কী? বড় নির্দেশ জারি করল EPFO 

জানা গিয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেটে ই-শ্রম পোর্টালে গিগ কর্মীদের নাম নথিভুক্ত করা এবং তাঁদের পরিচয়পত্র দেওয়ার বিধান ঘোষণা করেছিলেন। শ্রম মন্ত্রণালয় গিগ কর্মীদের জন্য একটি পেনশন ব্যবস্থা নিয়ে কাজ করছে যেখানে এগ্রিগেটর সংস্থাগুলি অনলাইন প্ল্যাটফর্মে গিগ কর্মীদের প্রতিটি বিলিং থেকে প্রাপ্ত আয়ের দুই থেকে তিন শতাংশ অবদান রাখবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group