Indiahood-nabobarsho

মার্চেই দুই কিস্তিতে DA, এরিয়ার প্রদান! পেনশনভোগীদের জন্য ৬০০ কোটি! ঘোষণা সরকারের

Published on:

Dearness Allowance pension

প্রীতি পোদ্দার: গত শনিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটানা অষ্টমবার বাজেট পেশ করে নজির গড়লেন তিনি। এই বাজেটকে সাধারণ মানুষের বাজেট বলে বেশ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই বাজেটে বেশ মুখ ভার করেছে অবিজেপি রাজ্যগুলি। একপ্রকার এই বাজেটকে স্বার্থপরতার চোখে দেখছেন তাঁরা। এদিকে অভিযোগ উঠছে বিহারের জন্য ঝুলি উপুড় করে দিয়েছে মোদি সরকার। অথচ অবিজেপি রাজ্যগুলির ভাঁড়ার কার্যত খালি। যার অন্যতম উদাহরণ হল কেরালা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন্দ্রের উপর ক্ষুব্ধ কেরল সরকার

এই প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিযোগ করেন যে, “ তাঁদের তরফে ওয়েনাড়ের পুনর্নির্মাণের দাবি জানানো হয়েছিল। ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এখানে। আমরা অনুরোধ করেছিলাম ২৪ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ কেরলকে দেওয়া হোক কিন্তু কেন্দ্র বিষয়টিকে গুরুত্বই দেয়নি। এমনকি শিক্ষা-সহ অন্যান্য ক্ষেত্রে রাজ্যকে কোনও সুযোগ দেয় না কেন্দ্র।” আর এই কেন্দ্র কেরলের দ্বন্দ্বে এবার বাজেট পেশ করল কেরাল সরকার।

পেনশনকারীদের ৬০০ কোটি টাকা বকেয়া প্রদান

সূত্রের খবর আজ অর্থাৎ শুক্রবার, কেরলের অর্থমন্ত্রী কেএন বালাগোপাল বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট উপস্থাপন করেছে। সরকারী কর্মীদের জন্য নিয়ে আসা হয়েছে বড় চমক। জানা গিয়েছে চলতি মাসেই চাকরিজীবী পেনশনভোগীদের জন্য ৬০০ কোটি টাকা বকেয়া প্রদান করা হতে চলেছে। এছাড়াও, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে দুটি কিস্তিতে DA বা মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এছাড়াও অর্থমন্ত্রী কেএন বালাগোপাল আরও জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের গৃহ ঋণের সুদে ২% কমানো হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পাশাপাশি অর্থমন্ত্রী কেএন বালাগোপাল পেনশনভোগীদের সহায়তা করার জন্য এবং দীর্ঘ লাইন এড়াতে পর্যায়ক্রমে সমস্ত সাব-ট্রেজারিগুলিতে প্রায়োরিটি কাউন্টার স্থাপন করা হবে বলে ঘোষণা করেছেন। এবং রাজ্য সরকার প্রত্যেকটি সরকারী প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও দৈনিক মজুরি এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা ৫% মজুরি বৃদ্ধি পাবেন।

অন্যদিকে তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশের পর থেকেই তা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। মোদি সরকারের বাজেটকে বিহারের বাজেট বলে নিশানা করেছে তৃণমূল। তবে ওয়াকিবহাল মহলের মতে, তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মধ্যবিত্ত-নিম্নবিত্ত-কৃষক-শ্রমিক-তরুণ-বৃদ্ধ প্রত্যেককে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন নির্মলা সীতারমণ। ভোট মাথায় রেখে বিহারকে ঢেলে দিয়েছেন উপহার, দিল্লির ভোটের আগে আয়করে বড় ছাড় দিয়ে রাজধানীর ভোটারদের মোদি-মুখী হওয়ার স্পষ্ট বার্তাও দিয়ে রেখেছেন, এমনটাই মত। অর্থাৎ সব মিলিয়ে কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে বেশ রাজনৈতিক ঝড় উঠেছে ময়দানে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group