প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা মাঘ মাসে রীতিমত ঘাম ঝরছে সকলের। হাল এমনই হয়েছিল যে লেপ, কম্বল, সোয়েটার সব কিছুই আলমারিতে তুলে রাখতে হয়েছিল। তবে আজকের চেহারাটা খানিক পাল্টে গেল। হুড়মুড়িয়ে পারদ নামল জেলায়-জেলায়। অর্থাৎ একেবারে শেষবেলায় যে শীত ফের একবার দাপট দেখাতে পারে সেটা ভেবেই সকলে অবাক। সকাল থেকেই ঠান্ডা হাওয়া বয়ে চলেছে রাজ্য জুড়ে। তারই জেরে রাজ্যজুড়ে জোরালো শীতের আমেজ। যার ফলে প্রশ্ন উঠছে কতদিন থাকবে এই শীতের আনন্দ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। কিন্তু এই ঠান্ডা বেশি দিনের জন্য স্থায়ী থাকবে না। জানা গিয়েছে আগামী সপ্তাহের শুরুর দিক থেকে ফের পারদ চড়বে। তখন আবারও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে তাপমাত্রা। মোটামুটি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমবে। বিশেষত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় কুয়াশার দাপট থাকবে। রবিবার ও সোমবার পর্যন্ত সকালের দিকে শীতের আমেজ থাকবে, তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
আরও পড়ুনঃ ভারতে বিলুপ্তির পথে ঋতুরাজ বসন্ত, আবহাওয়ার বদলই চিন্তা বাড়াচ্ছে বিজ্ঞানীদের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠাণ্ডার আমেজ বজায় থাকবে। তবে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা নামার পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আজ হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকলেও বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। আবহাওয়াবিদদের মতে, আগামী রবিবার পর্যন্ত আবহাওয়া একই থাকবে, তবে মঙ্গলবার থেকে আবার পারদ ঊর্ধ্বমুখী হবে।