বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার সিক্স এখনও স্বপ্ন দেখায়। সোমবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ঘরের মাঠ যুবভারতীতে আসর জমানোর আগে আচমকা এমন কথাই বলে উঠলেন ইস্টবেঙ্গল কোচ (East Bengal FC) অস্কার ব্রুজো। নতুন বছর শুরু হতেই একটানা পরাজয়ের পর একটি ড্র এবং একটি জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর আমরণ চেষ্টা চালিয়েছে লাল হলুদ।
তবে দলের ছেলেদের চোট-আঘাত সামলে রক্ষণভাগ নিয়ন্ত্রণে রেখে শত্রু শিবিরের সাপ্লাই লাইন কাটতে একপ্রকার গলদঘর্ম অবস্থা হয়েছে মশালবাহিনীর। এহেন আবহে চেন্নাইয়ের ম্যাচের আগে নতুন বিদেশির হাতে জার্সি তুলে দিলেন কৌশলি স্প্যানিশ কোচ ব্রুজো। কাজেই চোট বিধ্বস্ত দলে ক্যামেরুন তারকাকে ভিড়িয়ে আসন্ন ম্যাচগুলিতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছে কলকাতা ময়দানের প্রধান দলের কর্তারা।
চেন্নাইয়ের ম্যাচের আগে ঠিক কী বললেন অস্কার?
আজ সল্টলেক স্টেডিয়ামে আসর জমাতে চলেছে কলকাতা ময়দানের প্রধান দল ইস্টবেঙ্গল ও ভিন রাজ্যের শক্তিশালী দল চেন্নাইয়িন এফসি। এমন আবহে ম্যাচের ঠিক আগে লাল হলুদ কোচ অস্কার জানিয়েছেন, সুপার সিক্স এখনও স্বপ্ন। এই স্বপ্ন অর্জন করা সম্ভব বলে মনে করছি। তবে কাজটা যথেষ্ট কঠিন হবে।
কেননা, প্রথম 6টি ম্যাচ হারার পর সুপার সিক্সের স্বপ্ন একপ্রকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তবে আবার নতুন করে আশার আলো জ্বলে উঠেছে। এখনও আমাদের হাতে 6টি ম্যাচ রয়েছে। সেখানে প্রতিপক্ষ দলগুলিও যথেষ্ট শক্তিশালী। দেখা যাক কী হয়। আপাতত সেই সব না ভেবে চেন্নাইয়ের ম্যাচ নিয়ে ভাবছি।
লাল হলুদ জার্সি পেল মেসি!
গতমাসে খেলোয়াড়দের চোট আঘাতে ভেঙে পড়া দল ফেব্রুয়ারিতে পা রেখেই কিছুটা সুস্থ হয়ে উঠেছে। বহু আগে চোটের কারণে ছিটকে যাওয়া ছেলেরা একে একে অনুশীলনে ফিরছেন। এমন সময়ে সুপার সিক্সের স্বপ্ন বুকে বেঁধে নতুন বিদেশিদের দিকে ঝুঁকেছে ইস্টবেঙ্গল। সেই সূত্র ধরেই এবার ক্যামেরুন তারকা মেসি বোউলিকে তাঁর প্রাপ্য 28 নম্বর ইস্টবেঙ্গল জার্সি তুলে দিলেন কোচ অস্কার।
তবে পাকাপাকিভাবে দলে খেলার অনুমতি দিলেও শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি মাঠে নামবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল। মেসি এদিন কোচের কাছ থেকে জার্সি নিতে মাঠে নামলেও অনুশীলন করেননি। তবে সদ্য ইস্টবেঙ্গলে যোগ দেওয়া রিচার্ড সেলিসকে মাঠের ধারে রিহ্যাব করতে দেখা গিয়েছে।
আজকের ম্যাচে নামবেন ইস্টবেঙ্গলের মেসি?
ক্যামেরুন ফরোয়ার্ডের সাথে দীর্ঘ বাক্য বিনিময়ের পর কোচ অস্কার বলেন, মেসি সবেমাত্র দলে যোগ দিল। কিছুক্ষণ আগেই আমার সাথে ওর কথা হয়েছে। রাতে জিম করবে। কাল সকালে ওর সঙ্গে কথা বলব। যদি শনিবারের ম্যাচে 10-20 মিনিট খেলতে চায় তাহলে ওকে মাঠে নামাবো। তবে সবটাই নির্ভর করছে ওর সিদ্ধান্তের ওপর। না হলে একেবারে মহমেডানের ম্যাচ মাঠে নামবে। সবশেষে ব্রুজো বলেন, সল ক্রেসপো বেশ কয়েকদিন ধরেই অনুশীলনে রয়েছে। ভাল ছন্দেও রয়েছে। চেন্নাইয়ের ম্যাচে ওকে কয়েক মিনিট খেলাতে পারি।
হিজাজির বিকল্প খুঁজতে ব্যর্থ ইস্টবেঙ্গল!
কোচ অস্কারের কথায়, ক্লেটন সিলভার চোট এখনও রয়েছে। তাই তাঁকে আগামী কিছু ম্যাচে মাঠে পাবেনা দল। সিলভার বিকল্প হিসেবে মাঠ দখল করবেন মেসি। তবে চলতি মরসুমে চোটের কারণে ছিটকে যাওয়া হিজাজি মাহেরের পরিবর্তে কাকে খেলানো হবে তা নিয়ে সংশয়ের বৃত্ত আরও বেড়েছে। পুরনো সৈনিকের বিকল্প এখনও পর্যন্ত খুঁজে পায়নি লাল হলুদ।
অবশ্যই পড়ুন: অভিষেকেই ৩ উইকেট, ম্যাচ শেষে হর্ষিত রানা বললেন ‘ওদের কথায় আমার কিছু যায় আসে না’
এ প্রসঙ্গে মশালবাহিনীর স্প্যানিশ কোচ জানান, হিজাজির পরিবর্তে কাকে খেলানো যেতে পারে সে বিষয়ে আমি প্রতিদিন ক্লাবের সাথে কথা বলছি। সেই জন্যই আক্রমণভাগে একজনকে সই করানো হয়েছে। ইস্টবেঙ্গলের রক্ষণভাগ আপাতত আঁটসাঁট। এই মুহূর্তে হাতে থাকা 5 বিদেশিকে নিয়ে ভাবছি। তবে হিজাজির পরিবর্তে দক্ষ কাউকে খুঁজে পেলে যত দ্রুত সম্ভব দলের তরফে জানিয়ে দেওয়া হবে।